বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

সৈয়দপুরে পৌর মেয়রের কর্মসূচি বয়কট ১৪ কাউন্সিলরের অপসারণ দাবিতে লিফলেট বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৪, ০০:০০
নীলফামারীর সৈয়দপুরে পৌর মেয়রের অপসারণ দাবিতে বাম সংগঠনগুলোর লিফলেট বিতরণ -যাযাদি

নীলফামারীর সৈয়দপুরে পৌর মেয়র রাফিকা আকতার জাহানের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ড ও অনিয়মের অভিযোগ এনে বঙ্গবন্ধুর জন্মদিনে পৌরসভার পক্ষে পালন করা কর্মসূচি বয়কট করেছেন ১৪ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরা। এছাড়া গত রোববার তার অপসারণ দাবি করে স্থানীয় বাম সংগঠনগুলো শহরে লিফলেট বিতরণ করেছে।

অভিযোগ উঠেছে, মেয়র পদে রাফিকা আকতার জাহান নির্বাচিত হওয়ার পর থেকেই সৈয়দপুর পৌরসভার সড়কগুলো, নালা-নর্দমাসহ কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করেননি। ৩টি বাজেটে বছরের দেড় শতাধিক কোটি করে টাকার ওপরে বাজেট ঘোষণা করেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এমনকি পৌরসভার বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে কাউন্সিলরদের মধ্যে। তার ওপর বিভিন্ন সময়ে তার অপকর্মের অশ্লীল ভিডিও ও স্থিরচিত্র সামাজিক মাধ্যমে প্রচারিত হয়। তিনি সংবাদ সম্মেলন ডেকে সেগুলো সুপার এডিট দাবি করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করবেন বলে সংবাদকর্মীদের বললেও তা করেননি। কয়েকদিন থেকে আবার তার অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে। এ নিয়ে জাতীয় পত্রিকাগুলোতে খবরও প্রকাশ পেয়েছে। এমনকি পরকীয়ার অভিযোগ এনে পরিবারের সুনাম ক্ষুণ্ন্ন হচ্ছে দাবি করে মেয়রের ননদ সাবেক মেয়র মরহুম আখতার হোসেন বাদলের বোন শিক্ষিকা আঞ্জুয়ারা বেগম সৈয়দপুর থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

বাম দলগুলোর লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্র্টি উপজেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার হোসেন জাভিস্কো, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক আবিদ হোসেন, উপজেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন, কৃষক নেতা মজিবর রহমান, জাসদ নেতা সূজাউদ্দৌলস্নাহ্‌ সুজা প্রমুখ।

অন্যদিকে মেয়রের নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচি বয়কট করে পৃথকভাবে কর্মসূচি পালন করেছেন পৌরসভার ১৪ জন কাউন্সিলর। তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, রুবিনা শাকিল, আঞ্জুয়ারা বেগম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফ হোসেন মিন্টু, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল খালেক সাবু, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর হোসেন, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেদ দুলু সরকার প্রমুখ।

এ ব্যাপারে জানতে চাইলে মেয়র রাফিকা আকতার জাহান বলেন, 'আমি এসব শুনেছি। পরে বিস্তারিত জানাব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে