অনিয়ম দুর্নীতির প্রতিবাদ ও ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ | ১৯ মার্চ ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্কুল শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এবং সাতক্ষীরার পাটকেলঘাটায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিদিদের পাঠানো বিস্তারিত খবর-
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম কালুর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অভিভাবক ও বৃহত্তর বজরাটেকবাসির ব্যানারে সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আরফেজ আলী, সাবেক ইউপি সদস্য ও অভিভাবক সাজেদ আলী, ইউপি সদস্য ও অভিভাবক সবুর আলী, অভিভাবক শাহজাহান আলী।
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় বুদ্ধি-প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের আসামি আলমগীরের শাস্তির দাবিতে সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে ধর্ষিতার অভিভাবকসহ স্থানীয় গ্রামবাসী ধর্ষক একই এলাকার রকিব আনছারীরর ছেলে আলমগীরের সঠিক বিচারের দাবি জানান।
ধর্ষিতার বাবা-মা জানান, প্রতিবন্ধী জামাইয়ের সঙ্গে মনোমালিন্য হওয়ায় মেয়ে গত ৫-৬ মাস ধরে তাদের বাড়িতে থাকেন। গত ২ মার্চ বিকালে ধর্ষক আলমগীর বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে বাড়ির পাশে বাঁশ বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। এঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়। এ মামলায় পুলিশ আসামিকে আটক করে।
মানববন্ধনে উপস্থিত ধর্ষিতার মা-ভাই, নগরঘাটার ইউনিয়নের সাবেক মেম্বর বাবলুর রহমানসহ গ্রামবাসী ধর্ষকের দ্রম্নত শাস্তির দাবি জানান।