শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়

প্রকাশ | ১৮ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
দেশের প্রথম ডিজাইন বিশেষায়িত সাংস্কৃতিক তথা সৃজনশীল বিশ্ববিদ্যালয়- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করেন কর্তৃপক্ষ। শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি-এর শিশু-কিশোরদের অংশগ্রহণে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ডক্টর মো. শাহ-ই-আলম, কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর শামসুন নাহার, রেজিস্ট্রার ডক্টর পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজির সম্মানীত অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ জীবনীর ওপর বিশদ আলোচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সম্মানীত অতিথিরা। সংবাদ বিজ্ঞপ্তি