রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

ড. জিনবোধি মহাথের উপর হামলার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধনে

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৮ মার্চ ২০২৪, ০০:০০
ড. জিনবোধি মহাথের উপর হামলার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধনে

গত ৮ই মার্চ চট্টগ্রাম নন্দনকানস্থ বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষু, একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের সাবেক চেয়ারম্যান, অধ্যাপক ড. জিনবোধি মহাথের উপর বৌদ্ধ সমিতি কর্তৃক হামলার প্রতিবাদের ব্যানারে ফটিকছড়ি উপজেলাধীন সচেতন বৌদ্ধ জনসাধারণ ও আঞ্চলিক ভিক্ষু সমিতির যৌথ আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার উপজেলা সদর বিবিরহাট বাসস্ট্যান্ডে এ মানববন্ধন শুরু হয়।

মানববন্ধন শেষে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে একর্ যালী বের করা হয়। এ সভায় বক্তব্য রাখেন- সজল বড়ুয়া, পবিত্র বড়ুয়া, আশীষ কান্তি বড়ুয়া, পাবন বড়ুয়া পংকজ, নীলিমা বড়ুয়া, সেফু বড়ুয়া, ভদন্ত রতন প্রিয় মহাথের, ভদন্ত বিজয়ান্দ থের,সুমন জৌতি, ভৌধিশ্রী ভিক্ষু, রঞ্জিত বড়ুয়া, সুপ্টু বিকাশ বড়ুয়া, পলটন বড়ুয়া, টিপন বডুয়া, মিন্টু বড়ুয়া, রনভীর বড়ুয়া লিংকন, শয়ন বড়ুয়া, রিপন বড়ুয়া, বাবু রিটন বড়ুয়া প্রমুখ। সভায় সঞ্চালনা করেন বাবু সেফু বড়ুয়া (অপূর্ব)। এসময় মানববন্দনের মাধ্যমে তীব্র নিন্দা এবং দোষীদের দ্রম্নত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানায় নেতৃবৃন্দরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে