সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ মার্চ ২০২৪, ০০:০০

প্রতিনিধি
ঈদবস্ত্র বিতরণ হাবিপ্রবি প্রতিনিধি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম শুভ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার প্রশাসনিক ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. মাহাবুব হোসেন। টিসিবির পণ্য বিক্রয় \হআত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় করেছে মেসার্স পিন্টু ভ্যারাইটিজ স্টোর। রোববার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি সচিব ওয়াহিদুল ইসলাম, ইউপি সদস্য বুলবুল আহম্মেদ, আশরাফুল ইসলাম, আ. খালেক, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আজিজার রহমান, স্বপন সরদার, সংরক্ষিত মহিলা সদস্য বেগম আরা, মর্জিনা, ডেজি আক্তার প্রমুখ। শুভেচ্ছা বিনিময় ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি সদ্য কারামুক্ত বাঁশখালী উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান ও হারুনর রশিদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেছেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ। এ সময় তিনি সদ্য কারামুক্ত দুই যুবদল নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। সভা অনুষ্ঠিত ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কারিতাসের উপজেলা অফিস কক্ষে ফোরামের সদস্য আপ্রম্নমা মারমার সঞ্চালনায় ও মংথুসে মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা শফিউল আলম চৌধুরী, রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাঈমুল হক, সনাতন সমাজ কল্যাণ পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অমর কান্তি দত্ত নারী ইউপি সদস্য শাহানাজ পারভীন ও কারিতাসের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান। ইফতার সামগ্রী বিতরণ ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর সেনবাগের স্বেচ্ছাসেবি সংগঠন বস্নাড অ্যান্ড হার্টের উদ্যোগে ৫ শতাধিক হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার অর্জুনতলা ইউনিয়নের সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে সংগঠনের সভাপতি কামরুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ইফতার বিতরণ উপ-কমিটির সদস্য সচিব আলা উদ্দিন সুফলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টপস্টার গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সৈয়দ মো. হারুন এমজেএফ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ভিপি জসিম উদ্দিন চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালা ম পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি বেকার সমস্যার সমাধানের তুর্কিয়ের সরকারি দাতা সংস্'া টিকার উদ্যোগে লালমনিরহাটের বড়খাতায় পরিচালিত ইধহমষধফবংয - ঞঁৎশরুব ঞবপযহরপধষ ওহংঃরঃঁঃব (ইঞঞও) এ গাড়ি চালানো, বিদু্যত ও বৈদু্যতিক যন্ত্রপাতি মেরামত এবং চষঁসনরহম প্রশিণের উদ্বোধন হয়েছে। রোববার অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন এমপি। এ সময় টিকার বাংলাদেশ প্রতিনিধি শেভকি মেরত বারিস এবং সহকারী প্রতিনিধি মোহাম্মেত আলি আরমান, বিটিটিআইয়ের চেয়ারম্যান কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দোকানে আগুন ম পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি পাটকেলঘাটা থানার দলুয়া বাজারে তুলি মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স নামের একটি দোকান বিদু্যৎ শর্টশার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাতে আগুনে পুড়ে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা। দোকান মালিক বাকাচাদ মন্ডল জানান, 'প্রতিদিনের ন্যায় আমি রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত ৪টার দিকে খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। এ সময় দোকানে এসে দেখি যাবতীয় মালামাল সব কিছু পুড়ে শেষ।' প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩/৪ টার দিকে সেহেরির সময় কিছু জেলে মাছ মারার জন্য দলুয়া বাজারের ঐ দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখে দোকানের মধ্যে আগুন জ্বলছে। এ সময় তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পাটকেলঘাটা থানার পুলিশ। প্রধানমন্ত্রীর উপহার ম রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রামগড় পৌরসভার উদ্যোগে দুই শতাধিক অসহায় প্রতিবন্ধী ও দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার পৌর ভবন প্রাঙ্গণে পৌর মেয়র রফিকুল আলম কামালের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র্র দাস। কমিটি গঠন ম বরগুনা প্রতিনিধি বরগুনা প্রেস ক্লাবের নয়া কমিটি গঠন করা হয়েছে। অ্যাড. মজিবুল হক কিসলু সভাপতি ও এম হারুন অর রশিদ রিংকুকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য একটি কমিটি গঠন করা হয়েছে। রোববার প্রেস ক্লাবের চতুর্থ তলার হলরুমে আলাপ আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পূর্বের কমিটি বাতিল করা হয়েছে। এই কমিটির মেয়াদ হবে এক বছর। কমিটির অন্য সদস্যরা হলো, হাফিজুর রহমান, আবু জাফর সালেহ, রেজাউল করিম টিটু, মুশফিকুল ইসলাম আরিফ। খাদ্যসামগ্রী বিতরণ ম আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দেড় শতাধিক দুস্থ পরিবারের মধ্যে ইফতারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে রোববার হীরাপুর মধ্যপাড়া প্রাইমারি স্কুল মাঠে এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের সহ-সভাপতি জুয়েল ভূঁইয়া, সানাউল ভূঁইয়া হৃদয়, সাংবাদিক রুবেল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া লিটন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম আবির, স্বেচ্ছাসেবক প্রধান সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক ইউসুফ মিয়া, সমাজ সেবক অহিদ ভূঁইয়া প্রমুখ। সংলাপ অনুষ্ঠিত ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার মহিমাগঞ্জ স্টেশন চত্বরে নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোলস্নার সভাপতিত্বে মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেএসডি গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি আইয়ুব হোসেন সরকার, বাসদ আহ্বায়ক সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজওয়ানুর রহমান, মহিমাগঞ্জ মহিলা কলেজের সভাপতি গোলাম কাদির মিঠু। ১৪তম স্থান অর্জন ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স সেবার মান সূচকে জেলায় ২য়, বিভাগে ৪র্থ ও সারাদেশে ১৪তম স্থান অর্জন করেছে। প্রতি তিন মাস পর পর সারাদেশের স্বাস্থ্যসেবার মান নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স স্কোরিং এসেসমেন্ট প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। ডিসেম্বর ২০২৩-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স জেলায় ২য়, বিভাগে ৪র্থ ও সারাদেশে ১৪তম স্থান অর্জন করে। জানা গেছে, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপির নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর নেতৃত্বে স্বাস্থ্য কমপেস্নক্সটি পরিচালিত হয়ে আসছে। ইফতার সামগ্রী বিতরণ ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি ফটিকছড়ির হারুয়ালছড়িতে বড়বিল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়, গরিব ও হতদরিদ্র পরিবারের মধ্যে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার পশ্চিম আন্দারমানিক এলাকায় শতাধিক পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার স্বদেশ পরিচালক মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় এ অনুষ্ঠান উদ্বোধন করেন বড়বিল মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা শামছুল আলম। প্রধান অতিথি ছিলেন- সংস্থার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি ফটিকছড়ি শাখার ম্যানেজার (অপারেশন্স) মোহাম্মদ মাহিন উদ্দীন। শিক্ষার্থীকে সংবর্ধনা ম কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সোনামণি আইডিয়াল স্কুলের কৃতী শিক্ষার্থী মুহতাসিম সাদিককে (তানিম) সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানের পরিচালক ও বিভিন্ন পেশার মানুষ। রোববার স্কুল চত্বরে প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুলস্নাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদুল হাসান মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাঈনুল আরেফিন সপু।