৫২ বছর পর শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি পেলেন পূর্বধলার রফিকুল ইসলাম
প্রকাশ | ১৮ মার্চ ২০২৪, ০০:০০
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
স্বাধীনতার ৫২ বছর পর শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি পেলেন একেএম রফিকুল ইসলাম। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের রামকান্দা গ্রামে। গত ১৫ ফেব্রম্নয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তৃতীয় পর্বের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তার এমন স্বীকৃতিতে কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবারবর্গ। সেই সঙ্গে পূর্বধলা উপজেলাবাসী পেল উপজেলার একমাত্র শহীদ বুদ্ধিজীবীর সম্মাননার গৌরব।
প্রকাশিত প্রজ্ঞাপনে জানা গেছে, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন করার জন্য গঠিত কমিটির সুপারিশের আলোকে প্রকৃত শহীদ বুদ্ধিজীবীদের একটি নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নের লক্ষ্যে 'শহীদ বুদ্ধিজীবী' সারাদেশে এর তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। প্রকাশিত গেজেটে একেএম রফিকুল ইসলামের নাম ২৬ নং ক্রমিকে স্থান পায়। তার গেজেট নাম্বার ৩৬১। একেএম রফিকুল ইসলামের পিতার নাম হাছেন আলী ফকির, মাতার নাম ছফুরা খাতুন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।