রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

মধুখালীতে পেঁয়াজের আমদানি ব্যাপক একলাফে মণপ্রতি কমেছে ৮০০ টাকা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  ১৮ মার্চ ২০২৪, ০০:০০
মধুখালীতে পেঁয়াজের আমদানি ব্যাপক একলাফে মণপ্রতি কমেছে ৮০০ টাকা

মধুখালীতে পেঁয়াজের দাম পাওয়ার আশায় কৃষক শুক্রবার হাটে ব্যাপক পেঁয়াজের আমদানী ঘটে। একর্পযায়ে ঢাকা-খুলনা মহাসড়কে আধাঘন্টা যানজটের সৃষ্টি হয়। পেঁয়াজের ব্যাপক আমদানী হওয়ায় হঠাৎ করে প্রতি মণ ৮০০টাকা দাম কমায় অনিক চাষিকে পেঁয়াজ বাড়িতে ফেরৎ নিতে দেখা গেছে।

গত হাটে প্রতমিণ যে পেঁয়াজ ৩২০০ টাকা ছিল সে পেঁয়াজ সোমবার হাটে ২২০০ থেকে ২৫০০টায় বিক্রি হয়। এতে চাষিরা তাদের পেঁয়াজ বাড়িতে ফেরৎ নিয়ে যান। সোমবার উপজেলার বৃহত্তম পেঁয়াজের হাট মধুখালী পৌর সদরে পেঁয়াজ নিয়ে হাজির হন বিভিন্ন প্রান্তের চাষিরা। দুই সপ্তাহ আগে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১১০ টাকায় বিক্রি হলেও এখন তা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মধুখালী হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা কামারখালীর কৃষক মো. সাইদ মিয়া বলেন, গত হাটে পেঁয়াজ ৩০০০ থেেক ৩২০০ টাকায় বিক্রি করেন। দাম কম হওয়ার ফেরত নিয়ে যাচ্ছি।

আড়ৎদার মো. সাইফুল মোল্যা বলেন, গত হাটের তুলনায় পেঁয়াজ আমদানী অনেক বেশি হওয়ায় দাম কমে যায়।

উলেস্নখ্য, উপজলোর মেগচামী, গাজনা, কামালদিয়া, নওপাড়া ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে এবারে প্রচুর পরিমাণে পেঁয়াজরে আবাদ হয়েছে।

উপজলো কৃষি অফিসার আলভী রহমান জানান, চলতি ২০২৩-২০২৪ মৌসুমে মধুখালীতে মোট মুড়কিাটা, দানা এবং হালসিহ সব মিলিয়ে ৩ হাজার ২৪০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। গত বছরের তুলনায় প্রায় ৫০০ হেক্টর জমিতে আবাদ বেশি ও ফলনও ভালো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে