ভান্ডারিয়ায় বিদ্যালয় মানেজিং কমিটির সভাপতিসহ ৬ জনের জামিন
প্রকাশ | ১৮ মার্চ ২০২৪, ০০:০০
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ার ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বে মামলায় সকল আসামিকে জামিন মঞ্জুর করেছেন আদালত। শনিবার পিরোজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক এ রায় দেন।
জানা গেছে, জামিন শুনানির সময় ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম গায়ের ছেড়া জামা পরে আদালত প্রাঙ্গণে বিচারকের সামনে উপস্থিত হয়ে জামিনের বিরোধিতা করেন।
প্রাধন শিক্ষক বলেন, 'আমাকে আসামিরা মারধর করেছে। আমার জামা ছিড়ে ফলেছে। তখন পাল্টা প্রশ্নে সাংবাদিকরা বলেন আসামিরাত এখনও জেল হাজতে রয়েছে। তারা এই সময় আপনাকে কিভাবে মারল। জবাবে প্রধান শিক্ষক কোন উত্তর দিতে পারে না।
এ বিষয়ে সদ্য কারামুক্ত সভাপতি ও শিক্ষকরা বলেন, 'প্রধান শিক্ষক আমিনুল একজন মামলাবাজ লোক। আমরা তার অপসারণ চাই।'