চট্টগ্রামের অগ্নিকান্ডে প্রাণ গেল হবিগঞ্জের চারজনের
প্রকাশ | ১৮ মার্চ ২০২৪, ০০:০০
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
চট্টগ্রামে অগ্নিকান্ডের ঘটনায় হবিগঞ্জের চারজনের মৃতু্য হয়েছে। নিহতরা জেলার আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। শনিবার রাতে নবীগঞ্জ থানা পুলিশ ও মৃতদের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতরা হলেন, হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার সামছু উদ্দিনের ছেলে হোসাইন মিয়া (৬), আজমিরীগঞ্জ পৌরসভার লাল মন মিয়ার ছেলে নজির হোসেন (৩৫), নবীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে লিমন মিয়া (১৮) ও আব্দুল জকারের ছেলে রাসেল (১০)। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, রাজধানীর সাভার থানা থেকে লিমন ও আব্দুল জব্বার মারা যাওয়ার খবর এসেছে। বাকি দুইজন নিহতের খবর নিশ্চিত করেছে তাদের পরিবার।
জানা গেছে, গত ১১ মার্চ দিবাগত রাত ১টার দিকে বাহির সিগন্যাল টেকবাজার সড়ক ওসমান গনি ভবনের তৃতীয় তলায় এলপি সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হবিগঞ্জের চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া নিহত শিশু হোসাইনের মা-বাবাও আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। আজমিরীগঞ্জের বাসিন্দা নজির মিয়ার পরিবারের সদস্যরা জানান, অগ্নিদগ্ধ হওয়ার পর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা গেছেন। মৃতু্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার স্ত্রী দিপালী।
নজির জীবিকার তাগিদে পরিবার নিয়ে চট্টগ্রামের বাহির সিগন্যাল এলাকায় ওসমান গণি ভবনের তৃতীয় তলায় থাকতেন। শুক্রবার রাত ১১টায় নজির হোসেনের মরদেহ আজমিরীগঞ্জে নিয়ে আসা হয়। পরে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।