বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

স্বদেশ ডেস্ক
  ১৮ মার্চ ২০২৪, ০০:০০
টাঙ্গাইলে জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন -যাযাদি

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রোববার সারাদেশে এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাত ইত্যাদি কর্মসূচি পালন করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ। স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনায় জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী চিন্ময় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ড. নাদিয়া বিনতে আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. সেলিম মিঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আইয়ূব আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি প্রমুখ। স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানায়, মৌলভীবাজারে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ সুপার মনজুর রহমান, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, স্থানীয় সরকারের উপপরিচালক মলিস্নকা দে, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার জামাল উদ্দিন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্পাদক পান্না দত্ত প্রমুখ। স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা জানায়, চুয়াডাঙ্গায় পুষ্পমাল্য অর্পণ ও শোভাযাত্রার পরে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ প্রমুখ। জাবি প্রতিনিধি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার আবু হাসান, আবাসিক হলগুলোর প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অফিসার এবং কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা পৌর পার্কের বঙ্গবন্ধুর মু্যরালে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার কামাল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, পৌর মেয়র মতলুবর রহমানসহ মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌর মেয়র হাসিনা গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার, তারাবো পৌরসভা নির্বাহী প্রকশৌলী আনোয়ার হোসেন প্রমুখ। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী কমিশনার (ভূমি) মো. তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, ওসি আব্দুর রউফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ। শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের শ্রীবরদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জুয়েল আকন্দ। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, ওসি কাইয়ুম খান সিদ্দিকী প্রমুখ। শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, শ্রীনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণর করেন উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, ওসি আবদুলস্নাহ আল তায়েবীর, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কর্মকর্তা আবু তোহা শাকিল, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুলস্নাহ খান মুন, শ্রীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম আওলাদ হোসেন প্রমুখ। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, ওসি শাহ জামান, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরীন প্রমুখ। কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি জানান, কাহারোলে ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা: মৌসুমী আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান হৃদয় চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদরাতুন মুমতাহিনা, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাবু গোপেশ চন্দ্র রায় প্রমুখ। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজে অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গোলজার হোসেন আকন্দের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমত উলস্না খান। বক্তব্য রাখেন কলেজের প্রভাতী শাখার সহকারী প্রধান আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আবু বকর, শিক্ষক প্রতিনিধি আলতাফ হোসেন, সুরুজ্জামান সরকার প্রমুখ। উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হুসেন, ওসি শামীম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া, কবি আদিল চৌধুরী প্রমুখ। দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার দেবিদ্বারে ইউএনও নিগার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, ওসি নয়ন মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি প্রমুখ। কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, কলমাকান্দায় শিক্ষক অঞ্জন সরকার বাবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক, ইউএনও আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল মামুন, ওসি লুৎফুল হক, উপজেলা আ'লীগের সম্পাদক ইসলাম উদ্দিন প্রমুখ। মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের মুক্তাগাছায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম। পরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মাহমুদা হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আরব আলী, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, শিক্ষাবিদ অধ্যক্ষ স্বপন কুমার দাস প্রমুখ। রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াশিন আলী, মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শেফালি বেগম, ওসি সোহেল রানা, আওয়ামী লীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। রংপুর প্রতিনিধি জানান, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধুর মু্যরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল, ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল, অফিসার্স অ্যাসোসিয়েশন, বেরোবি শাখা ছাত্রলীগসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ। পরে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগ, ফরিদপুর পৌরসভা, সদর উপজেলা পরিষদ, জেলা আনসার কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর প্রেস ক্লাব, জেলা ক্রীড়া সংস্থা, এলজিইডি, গণপূর্ত, সড়ক বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলা কারাগারসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজগুলো শ্রদ্ধা নিবেদন করে। কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া জেলা কালেক্টর চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, জেলার সব সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ। পরে একই স্থানে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক মঞ্চে দিবসটির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এসএম নাজমুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমন, পিপি পলস্নব ভট্টাচার্যসহ শিশু-কিশোররা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত সংসদ সদস্য দ্রোপদী দেবী আগরওয়ালা, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকসহ অন্যান্যরা। আলোচনা সভার পরে শিশুদের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের রামপালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। রামপাল সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোলস্না আ. রউফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আ. ওহাব, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, ওসি সোমেন দাশ, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন প্রমুখ। বাকৃবি প্রতিনিধি জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মোস্তারির সঞ্চালনায় জাতীয় দিবস উদযাপন কমিটি, প্রক্টর কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা, কর্মচারী বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন। পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেজিয়া ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। অনুষ্ঠানে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সেখানে ১০৪ পাউন্ডের বিশাল কেক কাটা হয়।

সাইয়েম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান আবু বক্কর সিদ্দিকী। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, ইউনুস আলী সরদার, জসিম উদ্দিন জুয়েল বেপারী, বীর মুক্তিযোদ্ধা আজিজ মল্লিক, সহকারী কমিশনার (ভ‚মি) ইমরান জাহিদ খান, ওসি হাফিজুর রহমান প্রমুখ।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোল্লাহাটে ইউএনও শোভন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এমডি আল আমিন, অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিম মোল্লা, ওসি এসএম আশরাফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটিতে ইউএনও নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, সহকারী কমিশনার (ভ‚মি) সমাপ্তি রায়, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. শিউলী পারভীন, ওসি মুরাদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, অ্যাডভোকেট এম আলম খান কামাল প্রমুখ।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় ইউএনও সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার প্রমুখ।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউএনও রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ওসি খায়রুল আনাম প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় ইউএনও আরিফ আদনানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, ওসি আতিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী। এ সময় কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীতে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহম্মদের নেতৃত্বে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ওসি ইকবাল হোসেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।

সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় ইউএনও আনিছুর রহমান বালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, ওসি ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, খন্দকার আলীমুজ্জামান প্রমুখ।

শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শায় ইউএনও নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি ছিলেন শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস প্রমুখ। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মÐল, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা প্রমুখ।

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের গোসাইরহাটে ইউএনও আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ওসি পুস্পেন দেবনাথ, পৌরসভার মেয়র আ. আউয়াল সরদার, উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু সরদার প্রমুখ।

সুজানগর (পাবনা) প্রতিনিধি জানান, সুজানগরে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, ওসি জালাল উদ্দিন। আরও বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ।

গাজীপুর প্রতিনিধি জানান, রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বাউবি’র ঔষধি বৃক্ষের বাগানে একটি স্মারক বৃক্ষরোপণ করেন। এ সময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং বাউবি’র শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-তে মহাপরিচালক ড. দেবাশীষ সরকার অন্য পরিচালকদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আনসার সদস্যদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. তারিকুল ইসলাম, পরিচালক (গবেষণা) ড. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. নজরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (মহাপরিচালকের দপ্তর) ড. এম এম কামরুজ্জামান প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা ইউএনও কাউসার আহমেদের সভাপতিত্বে পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেনÑ উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান জায়দা নাসরিন, এসি ল্যান্ড রজত বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধার ডাক্তার শাহাবুদ্দিন আহসান আহসান, কালিয়াকৈর থানার ওসি এফএম নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে ইউএনও আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, এসি ল্যান্ড নূরী তাসমিন উর্মি, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, থানার ওসি মাহতাব উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম আহমেদ প্রমুখ।

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার জীবননগরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও হাসিনা মমতাজ। প্রধান অতিথি ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেনÑ ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, আয়েশা সুলতানা লাকী, ওসি জাবীদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান।

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়ায় ইউএনও ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেনÑ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির ভ‚ঁঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভ‚ঁঞা, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভ‚ঁইয়া, সেলিনা বেগম সুমী, কেন্দুয়া থানার ওসি এনামুল হক প্রমুখ।

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের ক্ষেতলালে ভারপ্রাপ্ত ইউএনও ও এসি ল্যান্ড জিন্নাতুল আরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেনÑ উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মÐল। আরও বক্তব্য রাখেনÑ থানার ওসি আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, মহিলা-বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা লায়লা নাসরীন সেঁজুতি প্রমুখ।

কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, কয়রায় ইউএনও বিএম তারিক উজ জামানের সভাপতিত্বে আলােচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা- ৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেস কুমার সানা, উপজেলা কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুন, থানার ওসি (তদন্ত) টিপু সুলতান, শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা-বিষয়ক সম্পাদক খায়রুল আলম, উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা।

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, মাদারগঞ্জে ইউএনও ফইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেনÑ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, মাদারগঞ্জ মডেল থানার তদন্ত ওসি ফিরুজ আহম্মেদ, সাংবাদিক জাহিদুর রহমান উজ্জ্বল, শিক্ষক নুরল ইসলাম প্রমুখ।

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে ইউএনও অনিন্দ্য মÐলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, এসি ল্যান্ড নাশিতা তুল ইসলাম, হোসেনপুর সার্কেল সুজন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আশরাফ হোসেন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রুনু, থানার ওসি নাহিদ হাসান সুমন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে