কালীগঞ্জে রাস্তার উদ্বোধন করলেন এমপি আনার

প্রকাশ | ১৮ মার্চ ২০২৪, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করেন আনোয়ারুল আজিম আনার এমপি -যাযাদি
ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার ডেন্স কারপেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে পৌরসভাধীন ঈশ্বরবা গ্রামের জামতলা থেকে ৬৯০ মিটার লম্বা এ কাজের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান সজল, সাবেক মেম্বার আয়ুব হোসেনসহ গ্রামবাসী। আলোচনা শেষে রাস্তার উদ্বোধন করা হয়। এ সময় গ্রামবাসীর দাবিতে মরহুম যুবলীগ নেতা সাদেক আলীর নামে রাস্তাটি নামকরণ করার উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দেন এমপি। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বলেন, 'গ্রামের মধ্যে যাওয়া জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি অবহেলিত হয়ে পড়ে ছিল। এলাকার মানুষ চলাচল করতে কষ্ট পাচ্ছিল। এখন কালীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৬৩ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে রাস্তাটি পাকাকরণ করা হচ্ছে। এ সরকার সবসময় জনগণের উন্নয়নে কাজ করে আসছে।'