লোহাগাড়ার নাবিক আসিফের পরিবারের সন্তানকে জীবিত ফেরত আনার আকুতি

প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ০০:০০

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ভারত মহাসাগরে সোমালি জলদসু্যদের হাতে জিম্মি থাকা ২৩ বাংলাদেশি নাবিকের মধ্যে একজনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। তিনি হলেন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী দেওয়ান বাড়ির আকতার উদ্দিনের ছেলে আশিকুর রহমান আসিফ। তার পিতা আকতার উদ্দিন মেরিন একাডেমিতে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত। সপরিবারে চট্টগ্রাম মেরিন একাডেমিতে থাকেন। আসিফরা দুই ভাই। বড় ভাই আতিকুর রহমানও জাহাজের নাবিক। সোমালি দসু্যদের হাতে জিম্মি হওয়া আসিফের পরিবারের সদস্যদের মধ্যে চলছে আহাজারি। চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা। দসু্যরা কোনো ক্ষতি করে বসে কি না সেই আতঙ্কে আছেন তারা। তারা দাবি জানিয়েছেন, বাংলাদেশ সরকার যেভাবেই হোক তাদের যেন জীবিত ফিরিয়ে আনে। আসিফের চাচা মাস্টার নাছির আহমদ বলেন, জিম্মি করার পর আসিফের হাতে থেকে জলদসু্যরা মোবাইল ফোন কেড়ে নেওয়ার আগে তার বাবার সঙ্গে শেষ কথা হয়েছে। তখন সে বলেছে, 'আমাদের সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন।' তারপর পরিবারের সঙ্গে আর কোনো কথা হয়নি। বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ বলেন, 'আসিফ আমার ইউনিয়নের ছেলে। আমরা আশা করছি, দ্রম্নত আসিফসহ বাংলাদেশি জিম্মি জাহাজের নাবিকরা মুক্ত হবেন।' উলেস্নখ্য, গত ১২ মার্চ দুপুরে ভারত মহাসাগরে চট্টগ্রামের কেএসআরএম গ্রম্নপের এসআর শিপিংয়ের মালিকানাধীন বাংলাদেশের পতাকাবাহী 'এমভি আবদুলস্নাহ' নামের জাহাজটির পুরো নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদসু্যরা। বৃহস্পতিবার দুপুরের দিকে জাহাজটি সোমালিয়া উপকূলে নোঙর করে। এরপর ২৩ নাবিকসহ জাহাজটিকে দ্বিতীয়পক্ষের হাতে হস্তান্তর করে প্রথম গ্রম্নপটি জাহাজ থেকে নেমে যায়।