রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

আড়াইহাজারে স্কুল শিক্ষকের ভবনে ডাকাতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০
আড়াইহাজারে স্কুল শিক্ষকের ভবনে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় স্কুল শিক্ষক মাওলানা মোজাম্মেল হকের দোতলা ভবনে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সংঘটিত এ ঘটনা ঘটে। এতে গৃহকর্তার ছেলে সালাউদ্দীন (৩৫) আহত হয়েছেন। ডাকাত দল লুটে নিয়েছে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৫৫ হাজার টাকা এবং অন্যান্য মালামাল।

আহত সালাউদ্দীন জানান, 'শুক্রবার রাত অনুমানিক ২টার দিকে একদল মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত তাদের দোতলা ভবনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ভবনের উভয় তলায় থাকা প্রতিটি কক্ষের বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে উলিস্নখিত মালামাল লুটে নেয়। এ সময় সালাউদ্দীন চিৎকার করার চেষ্টা করলে তাকে পিটিয়ে আহত করে ডাকাত দলের সদস্যরা।'

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউলস্নাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার বিষয়ে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে