সরাইলে তারুণ্যের আয়োজনে ১০ টাকার ইফতার বাজার

প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ০০:০০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
পবিত্র রমজানে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শতাধিক নিম্নআয়ের মানুষের মধ্যে ১০ টাকার বিনিময়ে ইফতার সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন 'তারুণ্যের সরাইল'। শনিবার উপজেলা সদরের সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক ব্যতিক্রমী ইফতার বাজারের আয়োজন করেছে সংগঠনটি। এই অস্থায়ী বাজার থেকে ১০০টি পরিবার ১০ টাকায় এক কেজি তেল, ছোলা, ছানা, আলু, মুড়ি, খেজুরসহ ৬টি ইফতারের পণ্য কিনতে পেরেছেন। এ সময় উপস্থিত ছিলেন সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, পুবের আলো'র নির্বাহী সম্পাদক আব্দুল হানিফ, সমাজকর্মী রফিক মিয়াসহ, তারুণ্যের সরাইল সংগঠনের সব সদস্য। ১০ টাকায় প্রয়োজনীয় ইফতারসামগ্রী কিনতে পেরে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ৬টি পণ্য মাত্র ১০ টাকায় পেয়েছি। রোজার বাকি দিনগুলো ভালোভাবে কাটবে।' তারুণ্যের সরাইলের সিনিয়র অ্যাডমিন রায়হান চৌধুরী অভি বলেন, 'আমরা এবার এক ব্যতিক্রম আয়োজন করার চেষ্টা করেছি। যেহেতু আমরা ১০ টাকা মূল্য রেখে বিতরণ করেছি তাই আমাদের এ ইফতার সামগ্রী স্বাচ্ছন্দ্যে সবাই গ্রহণ করতে পেরেছে। দেশ ও প্রবাসের অনেকেই আমাদের সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।'