রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

পাটকেলঘাটা-খলিশখালী রাস্তা যেন এক খন্ড মরুভূমি

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০
পাটকেলঘাটা-খলিশখালী রাস্তা যেন এক খন্ড মরুভূমি

সাতক্ষীরা জেলার তালার পাটকেলঘাটা থেকে খলিশখালি রাস্তা যেন উপজেলার বুকে এক খন্ড মরুভূমি। দীর্ঘ ৪ বছর ধরে এ রাস্তার ধুলোয় বিপর্যস্ত এলাকার মানুষ।

দেখার কেউ নেই। এই ধুলোয় প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তার ধুলোর রঙে রাঙা হয়ে বাড়ি ফিরছেন। ধুলোয় মানুষ শ্বাস কষ্টে ভুগছেন। অসুস্থ হয়ে অনেকে ছুটছেন চিকিৎসকের কাছে।

এলাকার অনেকে জানান, গত ৪ বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে আলোচিত রাস্তাটির শিরোনাম হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখে পড়েনি। এভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ ধুলোবালি খেয়ে ইটের রঙে রাঙা হয়ে বাড়ি ফিরছেন। এ ভাবে আর কত দিন চলবে এমনই প্রশ্ন সাধারণ মানুষের।

তালা উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক এক কোটি ৯৫ লাখ ৫২ হাজার টাকা ২০২০ সালে এই আলোচিত তালা উপজেলার খলিশখালী হতে কাটাখালী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার টেন্ডার হয়। আর টেন্ডার পায় তালার ঠিকাদারি প্রতিষ্ঠান রাকা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী তপন চক্রবর্তী। রাস্তাটির টেন্ডারের ৪-৫ মাস পর কাজ শুরু হয়। কিন্তু ইটের বড় বড় খোয়া ফেলে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তিতে ফেলে।

এ বিষয়ে সাবেক সংসদ সদস্যকে জানালে তিনি ওই আলোচিত ঠিকাদারের বিরুদ্ধে এই রাস্তার দূর-দশার কথা জাতীয় সংসদে তুলে ধরে বেশ আলোচনায় আসেন।

কিন্তু রাস্তাটি এখনো বেহাল অবস্থায় রয়েছে। বর্তমানে এই রাস্তায় হাটলে গায়ের জামা, মুখ চোখ সব লাল হয়ে যাবে।

এদিকে বর্তমান নব-নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন ও সংরক্ষিত নারী আসনের সাংসদ লায়লা পারভীন সেজুতির কাছে দ্রম্নত পাটকেলঘাটা-খলিশখালীর ৫ কিলোমিটার রাস্তাটি টেন্ডার দিয়ে কাজ শুরু করার দাবি এলাকাবাসীর।

এ বিষয়ে তালা উপজেলার এলজিইডি কর্মকর্তা রথীন্দ্রনাথ হালদার জানান, এ রাস্তার আগের ঠিকাদার তপন চক্রবর্তীকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। খুব দ্রম্নত নতুন করে টেন্ডার হবে। টেন্ডার হলেই দ্রম্নত কাজ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে