জয়পুরহাটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃতু্যর অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জয়পুরহাট প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত মরিয়ম বেগমের ছেলে জাকির হাসান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, 'গত ২২ ফেব্রম্নয়ারি বাথরুমে পড়ে গিয়ে তার মায়ের পা ভেঙে যায়। এরপর ৩ মার্চ জয়পুরহাট শহরের গ্রাজুয়েট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ওইদিন ডা. নজরুল ইসলাম নাহিদ ও ডা. দেওয়ান আমিনুল ইসলাম এনেস্থেসিয়ানের দায়িত্বে অপারেশন হয়। অপারেশন শেষ হওয়ার পর জ্ঞান ফিরতে দেরি হওয়ায় ডা. দেওয়ান আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি কালক্ষেপণ করেন। পরে ৫ মার্চ রাত ৮টার দিকে রোগীর অবস্থার অবনতি ঘটলে রোগীর স্বজনরা উন্নত চিকিৎসার জন্য বাহিরের কোনো হাসপাতালে নিতে চাইলে ডা. আমিনুল রোগীকে বাহিরে নিতে দেননি। কিন্তু রাত ২টার দিকে রোগীকে ছাড়পত্র দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন ডাক্তার। রোগীর স্বজনরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর মরিয়ম বেগম মারা যায়।