রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

আখাউড়ায় কাস্টমস কর্মকর্তাকে মারধর, আটক ১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০
আখাউড়ায় কাস্টমস কর্মকর্তাকে মারধর, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাস্টম্‌স কর্মকর্তাকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মারধরের শিকার কাস্টম্‌সের সহকারী রাজস্ব কর্মকর্তা প্রধান কামরুল পারভেজ বাদী হয়ে শনিবার রাতে চারজনের নাম উলেস্নখ করে মামলা করেছেন।

এ ঘটনায় পুলিশ রাতেই হৃদয় (২৮) নামে একজনকে আটক করেছে। হৃদয় উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর গ্রামের ইদন মিয়ার ছেলে। আখাউড়া থানার ওসি নূরে আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত সহকারী রাজস্ব কর্মকর্তা কামরুল পারভেজ বলেন, 'ভারতীয় মালামাল স্ক্যানিং করতে বলায় কবির, আওলাদ, হৃদয়সহ কয়েকজনের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে রাতেই থানায় অভিযোগ দিয়েছি।'

আখাউড়া থানার ওসি নূরে আলম বলেন, কাস্টমসের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। রাতেই এজাহারনামীয় একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে