সুনামগঞ্জের তাহিরপুরে আগুনে পুড়ল ৯টি দোকান ঘর। ব্যবসায়ীদের ক্ষতি অর্ধকোটি টাকা। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
শনিবার ভোর ৫টায় উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বাংলা বাজারে এ ঘটনা ঘটে। বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন এতে তাদের কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাজার কমিটির সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনসহ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মুদি দোকান, ফার্নিচারের দোকান, ধান-বাদামের গুদাম, চা স্টল আগুনে পুড়ে যায়। তাদের ধারণা চায়ের দোকানে প্রথমে আগুন লাগে, তারপর ঘরের ভেতর থাকা সিলিন্ডারে আগুন লেগে তা বিস্ফোরিত হলে আগুন দ্রম্নত ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা কেউ বলতে পারেননি। আগুনের খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ছুটে আসে এবং এক পর্যায়ে তাদের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
ইউনিয়ন চেয়ারম্যান মাসুক মিয়া জানান, আগুনে ব্যবসায়ীদের ৯টি ঘর পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের অনেক বড় ক্ষতি হয়েছে।