সৈয়দপুরে পরিবহণ শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ০০:০০

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
হাইওয়ে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে নীলফামারীর সৈয়দপুরে পরিবহণ শ্রমিকরা সড়ক অবরোধ করে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সড়ক অবরোধ করে তারা। পরিবহণ শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মেহেদী এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস রংপুর থেকে সৈয়দপুরে আসার পথে তারাগঞ্জ হাইওয়ে থানার সামনে পুলিশ থামার সংকেত দেন। কিন্তু চালক বুলবুল সেখানে গাড়ি না থামিয়ে দ্রম্নত চলে আসেন। এতে পুলিশ গাড়িটি আটকাতে মোটর সাইকেলে পিছু নেয়। তা টের পেয়ে কিছুদূর এসে চালক বাস থামিয়ে পালিয়ে যান। পরে পুলিশ এসে কাগজপত্র চাইলে সুপারভাইজার ও হেলপার তা দেখাতে ব্যর্থ হলে তাদেরসহ গাড়িটি থানায় নিয়ে যায় এবং চালককে কাগজসহ এসে গাড়ি নিয়ে যাওয়ার জন্য বলে। তবে চালক বুলবুল পালিয়ে সৈয়দপুরে এসে জানায়, হাইওয়ে পুলিশ অকারণে তার গাড়ি আটক করেছে এবং সুপারভাইজার ও হেলপারকে মারধর করেছে।