রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পদক পাচ্ছেন ভূঞাপুরের সন্তান ডা. হরিশংকর দাশ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০
চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পদক পাচ্ছেন ভূঞাপুরের সন্তান ডা. হরিশংকর দাশ

টাঙ্গাইলের ভূঞাপুরের সন্তান চক্ষুবিশেষজ্ঞ ডা. হরিশংকর দাশ (৭৪) বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। পদক পাওয়ার খবরে উপজেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডা. হরিশংকর দাশ ও তার বড় ভাই শিক্ষাবিদ অধ্যাপক শংকর দাশ।

এর আগে শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ১০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। এতে বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে চিকিৎসাবিদ্যায় ডা. শংকর দাশের নাম রয়েছে।

চক্ষু বিশেষজ্ঞ ডা. হরিশংকর দাশ উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল গ্রামের ইন্দুভূশন দাশের ছেলে। ডা. হরিশংকর দাশের বড় ভাই শিক্ষাবিদ শংকর দাশ ইবরাহীম খাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।

এ বিষয়ে ডা. হরিশংকর দাশ বলেন, 'যে কোনো পুরস্কারপ্রাপ্তি আনন্দদায়ক। মানুষের সেবা করার জন্য চেষ্টা করেছি। এই প্রাপ্তিতে হয়তো সেটাই প্রতিফলিত। আমৃতু্য মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে চাই এটাই প্রত্যাশা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে