বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

নরসিংদীতে রোজার সাশ্রয়ী বাজার উদ্বোধন

নরসিংদী ও শিবপুর প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০
নরসিংদীতে রোজার সাশ্রয়ী বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম -যাযাদি

'রমজানে সাশ্রয়ী বাজার, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার' এই সেস্নাগানকে সামনে রেখে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে নরসিংদীতে শুরু হয়েছে 'রোজার সাশ্রয়ী বাজার'। শনিবার সকালে নরসিংদী শিক্ষা চত্বর সংলগ্ন বঙ্গবন্ধু পৌর পার্কে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

সপ্তাহের প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২ পর্যন্ত চলবে এই বাজার। বাজারে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য, গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিমসহ টাটকা শাকসবজি ও এলপি গ্যাস ইত্যাদি বিক্রি করা হয়। গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, ডিম প্রতি হালি ৩৬ টাকা, পাঙ্গাস মাছ প্রতি কেজি ১৫০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে