ঘাটাইলে শিশুকে পিটিয়ে হত্যা

পটিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃতু্য

প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলের ঘাটাইলে শিশুকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় লাশ দাফনের সময় পুলিশের বাধার অভিযোগ ওঠে। এদিকে চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী যুবকের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার ফতেরপাড়া গুসাইবাড়ি স্যালো মেশিনে গোসল করার অপরাধে মারুফ (১৩) নামের এক কিশোরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে হবিবর গোসাইর নামে এক ব্যক্তি। তরিঘরি করে লাশ দাফন করার সময় পুলিশ বাধা দেয়। নিহত শিশু ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। গত মঙ্গলবার এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার পৌর এলাকার ফতেরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের স্কুল পড়ুয়া ছেলে মারুফ খেলার ছলে এলাকার প্রভাবশালী হবিবুর গোসাইয়ের শ্যালো মেশিনে গোসল করতে নামে। এ কারণে বেদম প্রহার করলে ঘটনাস্থলে সে অজ্ঞান হয়ে পড়ে। এ সময় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য গ্রাম্য মাতাব্বররা একটি সালিশি বৈঠকের আয়োজন করে। বৈঠকে শতক জমির বিনিময়ে আপস-মীমাংসার মাধ্যমে তড়িঘড়ি করে লাশ দাফন করার চেষ্টা করা হয়। বিষয়টি ঘাটাইল থানা পুলিশ জানতে পেরে দাফনে বাধা দেয় এবং লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়। এ বিষয়ে ঘাটাইল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, লাশ দাফন করতে না দিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে আসল রহস্য। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় আরাফাতুর রহমান (২৮) নামের এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আশিক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। জানা যায়, নিহত আরাফাতুর রহমান পটিয়া পৌরসভার ১ নং ওয়াডের কাগজীপাড়া এলাকার মৃত আবু তাহেরের বড় ছেলে। গত চার মাস আগে তার বাবা মারা যান। নিহত আরাফাতুর রহমান পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ব্যবসায়িক কাজে মোটর সাইকেল চালিয়ে আমজুর হাট এলাকা থেকে বাড়ি কাগজীপাড়া এলাকায় আসছিলেন। পথে মহাসড়কে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পটিয়ার একটি যাত্রীবাহী মিনিবাস তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।