সরকার ইতোমধ্যে বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে : হানিফ

প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ০০:০০

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি -যাযাদি
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার থেকে বিরত রাখতে সরকার ইতোমধ্যে বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। সরকারের নানা উদ্যোগের ফলে অনেকটাই কমেছে এসেছে দ্রব্যমূল্যের বাজার। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। জাতির পিতা একটি অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখেছিলেন। ক্ষুধামুক্ত, উন্নত ও আত্মমর্যাদাশীল দেশ হবে। যুদ্ধবিধ্বস্ত দেশকে সাড়ে তিন বছরের মাথায় সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে নিয়ে গেছেন বঙ্গবন্ধু। তাকে হত্যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করা হয়েছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে সংগ্রাম করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সাল থেকে বাংলাদেশ উন্নয়নের ধারায় ফিরেছে। যে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত ছিল আজকে সেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর মাদ্রাসা মাঠে গত রোববার ভয়াবহ অগ্নিকান্ডে পানবরজ পুড়ে ছাই হওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের রমজানের সামগ্রী ও ঈদ উপহার হিসেবে নগদ ২ হাজার টাকা, শাড়ি, লুঙ্গি, ছোলা, মুড়ি, সেমাই, চিনি, চাল ও বস্ত্র সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় মাহবুবউল আলম হানিফ আরও বলেন, ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের রায়টাসহ ৬টি গ্রাম একসময় চর এলাকা ছিল। এখন রাস্তাঘাটসহ এলাকায় অনেক বাড়ি পাকা হয়েছে। এলাকার মানুষের উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধামুক্ত এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন বলেই এ উন্নয়ন সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভেঙে পড়বেন না, মনোবল হারাবেন না। আপনাদের ঘুরে দাঁড়ানোর জন্য যা যা করণীয় তাই করতে আমরা চেষ্টা চালিয়ে যাব। এনজিও থেকে যারা লোন নিয়েছেন আগামী ৬ মাসে কোনো কিস্তির টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ না করে বিষয়টি দেখতে জেলা প্রশাসককে অনুরোধ করেন তিনি। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন ক্ষতি পুষিয়ে উঠতে পারে এজন্য বিনাসুদে ঋণ প্রদান করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভেড়ামারা-মিরপুর আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম চুনু, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, ইউএনও আকাশ কুমার কুন্ডু, মিরপুর উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত আবুল কাশেম জোয়ার্দার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।