যমুনায় জাটকা নিধনে মেতেছে জেলেরা

প্রকাশ | ১৬ মার্চ ২০২৪, ০০:০০

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীতে নিষিদ্ধ সময়ে জাটকা নিধনে মেতেছে জেলেরা, বিক্রি করছে খোলা বাজারে। জাতীয় মৎস্য আইনে সরকারিভাবে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত পর্যন্ত জাটকা ইলিশ ধরা, ক্রয়, বিক্রয় ও পরিবহণ নিষিদ্ধ থাকলেও মৎস্য অফিসের চোখ ফাঁকি দিয়ে জেলারা আহরণ ও বিক্রি করছে খোলা বাজারে। বুধবার যমুনা তীরবর্তী গোবিন্দাসী ঘাট ও মাছ বাজারে সরেজমিন গিয়ে দেখা যায়, নদী থেকে নৌকায় করে অসাধু জেলেরা ২-৬ ইঞ্চি আকারের ছোট ছোট ইলিশের পোনা বা জাটকা পাতিল বোঝাই করে ঘাট ও হাট বাজারে মাছের আড়তদারের কাছে বিক্রি করছে। স্থানীয় লোকজন জানার, গেল এক সপ্তাহের ধরে যমুনা নদী থেকে প্রচুর ঝাটকা ইলিশ এই বাজারে বিক্রি হয়েছে। প্রশাসনের গাফিলতির কারণে জেলেরা জাটকা শিকার করতে সাহস পাচ্ছে। মাছ ব্যবসায়ী নারায়ণ চন্দ্র নারু বলেন, 'আমরা তো জাটকা মারি না, বাজারে চরের কিছু জেলেরা নিয়ে আসে তাই বিক্রি করি। তবে জাটকা বিক্রি করা ঠিক না। উপজেলা মৎস্য কর্মকর্তা সুদ্বীপ ভট্টাচার্জ বলেন, '১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ পরিবহণ বিক্রি নিষেধ। এ সময় যেসব জেলে জাটকা নিধন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা মৎস্য অফিস থেকে নিয়মিত অভিযান চালাচ্ছি।'