রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

ভাঙ্গায় তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  ১৬ মার্চ ২০২৪, ০০:০০
ভাঙ্গায় তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ডের কাছে পলস্নীবিদু্যৎ পাওয়ার স্টেশনের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মাল বোঝাই দুটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে একটি ট্রাকের চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ তরমুজ নষ্ট হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী তরমুজ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০৪৭৪) ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী কোমলপানীয় ভর্তি অপর একটি ট্রাক (যশোর মেট্রো-ট-১১-৫৬৪৩) পরস্পরকে দ্রম্নতগতিতে পাশ কাটাতে গেলে ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দুই পাশে খাদে পড়ে যায়। এ সময় বরিশালগামী ট্রাকের চালক মো. সরোয়ার হোসেন (৪০) ও একই ট্রাকের হেল্পার অজ্ঞাত (৩৮) গুরুতর আহত হয়। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে