রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

ফরিদপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৮ জন

ফরিদপুর প্রতিনিধি
  ১৬ মার্চ ২০২৪, ০০:০০
ফরিদপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৮ জন

ফরিদপুরে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন হতদরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের ৪৮ জন তরুণ-তরুণী। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া সোনার হরিণ খ্যাত এই চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণী। এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিনামূল্যে চাকরি পেয়ে পুলিশ সুপারকে খুশিতে কান্নায় জড়িয়ে ধরেন অনেক অভিভাবক। শুক্রবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম ৪৮ তরুণ-তরুণী চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার পুলিশ সুপার ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এতে ৪১ জন ছেলে ও ৭ জন মেয়ে প্রাথমিকভাবে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হন। পরে রাতেই পুলিশ লাইন্সের ড্রিলশেডে কনস্টেবল পদে ৪৮ জন উত্তীর্ণকে বরণ করে নেয় ফরিদপুর জেলা পুলিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম। আরও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন, শৈলেন চাকমা ও মো. সালাউদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে