রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর কুন্তুলা চৌধুরী উদীয়মান নারী হিসেবে ইমাজিং উইমেন অ্যাওয়ার্ড লাভ করেছেন। সম্প্রতি চট্টগ্রামের চিটাগাং ক্লাবে সুবিধাবঞ্চিত শিশুদের স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন ফ্যাশন ফর লাইফের সপ্তম আসরে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। এর আগে তাকে আইকনিক লিডার হিসেবে নির্বাচিত করা হয়। বেরোবি শিক্ষক কুন্তুলা চৌধুরী ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা শেষ করে বেরোবিতে শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০২০ সালে থাইল্যান্ডে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে উচ্চতর ডিগ্রি নেন। এ কারণে তার পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপ এবং কাজের অভিজ্ঞতার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাপান কর্তৃক পুরস্কৃত হয়েছিলেন। তার মূল লক্ষ্য হচ্ছে লিঙ্গ মূলধারা নিশ্চিত করতে নীতিগত স্তরের পরিবর্তন করা। এই মুহূর্তে তিনি বিভিন্ন জলবায়ু পরিবর্তন এবং টেকসই পস্ন্যাটফর্মে একজন কর্মী হিসেবে নারীদের প্রান্তিক অবস্থান চিহ্নিত এবং তাদের প্রতি বৈষম্য কমাতে লিঙ্গ-বান্ধব নীতির পরামর্শ দিচ্ছেন।