রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

চাঁদপুর মেঘনায় জাটকা ধরায় ১৩ জেলে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
  ১৬ মার্চ ২০২৪, ০০:০০
চাঁদপুর মেঘনায় জাটকা ধরায় ১৩ জেলে গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরায় ১৩ জেলেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। এ সময় এক হাজার ৫০০ মিটার কারেন্ট জালসহ ১৪টি চায়না চাই ও পাঁচটি কাঠের মাছ ধরার নৌকা জব্দ করা হয়। শুক্রবার চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য জানান। গ্রেপ্তার জেলেরা হলেন- শাহজালাল বন্দুকশী (২৭), মোহাম্মদ জাকারিয়া (১৯), মো. সাগর (১৯), মো. আল-আমিন (১৩), শাহাদাত হোসেন (১২), আমিনুদ্দিন বেপারী (৩২), মো. বাচ্চু মাঝি (৬২), আবুল পাইক (৩৬), সুমন হাওলাদার (২৫), মান্নান হাওলাদার (৬০), আলম প্রধান (৩৫), খোকন গাজী (৪৭), নুরুল হক (৫৫)। ওসি কামরুজ্জামান বলেন, বুধবার রাতে মেঘনা নদীর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মিনা বাজার ও লালপুর নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জেলেদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে