বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
ভিন্ন দাবিতে দুই জেলায় প্রতিবাদ

দুর্গাপুরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ১৬ মার্চ ২০২৪, ০০:০০
দুর্গাপুরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এদিকে বরগুনার তালতলীতে ও ঝিনাইদহে ভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামান মনিকে (৫২) হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কৃষ্ণেরচর বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত মনিরুজ্জামান ইন্দ্র্রপুর গ্রামের মৃত করম আলীর ছেলে। তিনি ওই বাজারে রড-সিমেন্টের ব্যবসা করতেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শাব্বির আহমেদ তালুকদার, আওয়ামী লীগ নেতা আজমত আলী, দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ইউপি মেম্বার আব্দুল সাত্তার শাহীন, শিক্ষক আজিজুর রহমান খান, রুকন উদ্দিন শাহ, মুহ্‌তামিম আবু হানিফ, রুকন উদ্দিন প্রমুখ।

তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলীতে পায়রা নদীতে গত ৫০ বছর ধরে খুটা-জাল দিয়ে মাছ শিকার করে আসছে জেলেরা। তবে কোনোরকম পূর্ব সতর্কতা ছাড়াই সেই খুটা-জাল উচ্ছেদ করে দেওয়াতে বিপাকে পড়েছে জেলেরা। এই খুটা-জাল দিয়ে মাছ ধরার অনুমতির দাবিতে মানববন্ধন করেছেন জেলেরা। শুক্রবার বেলা ১১টার দিকে বগীরহাট বাজারের পায়রা নদীর পাড়ে জেলেরা মাছ ধরার অনুমতির দাবিতে এ মানববন্ধন করেন কয়েক হাজার জেলে। মানববন্ধনে বক্তব্য রাখেন ওই এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫০ বছর ধরে এই পায়রা নদীতে খুটা-জাল দিয়ে মাছ শিকার করে আসছেন জেলেরা। তবে কোনোরকম পূর্ব সতর্কতা ছাড়াই গত বৃহস্পতিবার জেলা মৎস্য অফিস পায়রা নদীতে অভিযান চালিয়ে খুটা-জাল উচ্ছেদ করে দেন। এতে কয়েক শত জেলের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।

জেলেরা আরও বলেন, তালতলী উপজেলার সীমানায় এ অভিযান চালানো হলেও বরগুনা সদর উপজেলার সীমানায় খুটা-জাল দিয়ে ওখানকার জেলেরা মাছ শিকার করছেন। একই নদীতে দুই রকম নিয়ম চলতে পারে না। তাই সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সবার কাছে তাদের দাবি অবিলম্বে খুটা-জাল দিয়ে মাছ শিকারের অনুমতি দিতে হবে।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, উচ্চ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ঝিনাইদহে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে রিটকারী ভুক্তভোগীরা। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গান্না ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাসরিন আক্তার, শৈলকুপার হাকিমপুর ইউনিয়নের উদ্যোক্তা আবু দাউদ, হরিশংকরপুর ইউনিয়নের শাহিন সিরাজ, উমেদপুর ইউনিয়নের মোস্তাফিজুর রহমান, বগুড়া ইউনিয়নের উদ্যোক্তা সুমি আক্তার, নিত্যানন্দপুর ইউনিয়নের উদ্যোক্তা রিনিতাজ খাতুন, সারুটিয়া ইউনিয়নের উদ্যোক্তা মাহফুজুর রহমান, বিলকিস খাতুন ও নূর নবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে