রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ১৬ মার্চ ২০২৪, ০০:০০
বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

'স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি' প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শুক্রবার সারাদেশে দিবসটি পালিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউসার মিয়া, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী, নোয়াখালী প্রেস ক্লাবের সম্পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ। স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানায়, মাদারীপুরের্ যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমেরী হক। জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর সহকারী পুলিশ সুপার শেখ মুরসালিন, সহকারী কমিশনার রিজভী আহমেদ সবুজসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও জেলার বিভিন্ন ভোক্তারা। পাবনা প্রতিনিধি জানান, পাবনায় অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান, ম্পাদক এসএম মাহবুব আলম, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক ড. আব্দুল মজিদ, পাবনা চেম্বারের পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান, সাজ্জাদ প্রামাণিক বাচ্চু, উত্তম কুমার কুন্ডু, ক্যাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক শফিক আল কামাল, সেভেন স্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। \হমেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে জেলা প্রশাসক শামীম হাসানের নেতৃত্বে একটির্ যালি বের করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, আবীর হোসেনে প্রমুখ। নাটোর প্রতিনিধি জানান, নাটোরে জেলা প্রশাসক আবু নাছের ভুঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, এনএসআই উপপরিচালক শাহিনুর সিদ্দিক, ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভীর, অধ্যাপক সুবিদ কুমার মৈত্র অলোকসহ বিভিন্ন এনজিও ও ক্যাবের নেতারা। পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুলস্নাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার রিজা আক্তার, ক্রেতা সুরক্ষা আন্দোলন পলাশ শাখার সভাপতি বিলস্নাল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। রামপাল (বাগেরহাট) প্রতিনিধি জানান, রামপালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। রামপাল সরকারি কলেজের প্রভাষক সাংবাদিক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা ইঞ্জিনিয়ার গোলজার হোসেন, পিআইও মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহীনুর রহমান, ভাগা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, রামপাল সদর বণিক সমিতির সভাপতি আবু দাউদ প্রমুখ। শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূর উদ্দিন দর্জি, কনজিউমার রাটইস বাংলাদেশ'র উপজেলা সভাপতি আব্দুল হান্নান মানিক, সম্পাদক আব্বাস উদ্দিন প্রমুখ। সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুরে ইউএনও সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম জাহাঙ্গীর কবির, সদরপুর ক্যাব'র সভাপতি মোশারফ হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাব্বির হাসান, সাংবাদিক প্রভাত কুমার সাহা, নুরুল ইসলাম, আলমগীর হোসেন, সাইদুর রহমান লাবলু প্রমুখ। গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। বক্তব্য রাখেন গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন। ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আকতার। আরও বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ, স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান, ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পরিবার পরিকল্পনা দপ্তরের প্রতিনিধি গোলাম সরফরাজ রাঙ্গা, ধামইরহাট কেজি স্কুলের অধ্যক্ষ আব্দুল বারিক, সাংবাদিক এম এ মালেক, আবু মুছা স্বপন প্রমুখ। ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, ইসলামপুর থানার তদন্ত অফিসার আনসার আলী, কনফিডেন্স চাইল্ড স্কুলের অধ্যক্ষ রাজেশ কুমার পাল গুরুদাস প্রমুখ। কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, কয়রায় উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সমবার অফিসার তানভির মাসুদুল আলম, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, সাংবাদিক রিয়াসাদ আলী, ইমতিয়াজ উদ্দিন, আলামিন ইসলাম প্রমুখ। লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের মেলান্দহের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাট্যকার আসাদুলস্নাহ ফরাজী। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আলামিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রাবেয়া বেগম, ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন। নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গায় উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ক্যাবের নলডাঙ্গা উপজেলার শাখার সভাপতি রানা আহমেদ, সাধারণ সম্পাদক এমএম আরিফুল ইসলাম, বিপ্রবেলঘরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারি কলেজের প্রভাষক নাজমুছ সায়দাত বাবু প্রমুখ। রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, জাপা পৌর সভাপতি রমজান আলী, খালেক কনফেশনারীর স্বত্বাধিকারী আব্দুল খালেক, ব্যবসায়ী সঞ্জিত মন্ডল, সাদেকুল ইসলাম নয়ন। ইউএনও রকিবুল হাসান ব্যবসায়ী বলেন, 'ভোক্তা অধিকার ৮টি বিষয়ে জাতিসংঘে স্বীকৃত। বাংলাদেশে বাণিজ্য মন্ত্রণালয় দেখভাল করে থাকে। উপজেলা পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিস থাকলে সাধারণ মানুষ আরও উপকৃত হবে।' নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে পরিষদ চত্তর প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, পাইকগাছায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটা র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি ওবাইদুর রহমান। সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ উৎপল কুমার বাইন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, ইউএম জিএম জাকারিয়া, ষোলোআনা সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, ড্রাগিস্ট সমিতির সভাপতি আনোয়ার হোসেন, প্রভাষক বজলুর রহমান, সাংবাদিক আব্দুল আজিজ, সদস্য হাবিবুর রহমান মুছা, রিমন শেখ, আশরাফুল ইসলাম, দিপংকর প্রসাদ মল্লিক।

সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি টিপু সুলতান, সালথা থানার এসআই আব্দুল হালিম, সালথা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল রাজ্জাক, উপজেলা বন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সালথা প্রেস ক্লাবের সহ-সভাপতি মনির মোল্লা প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের বানিয়াচংয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। ভোক্তাদের অধিকার নিয়ে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আবু হানিফ, উপজেলা সহকারী শিা কর্মকর্তা হাসান আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, বানিয়াচং মডেল প্রেস কাবের সাবেক সম্পাদক শিব্বির আহমদ আরজু, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, সাংবাদিক মখলিছ মিয়া, শেখ নুরুল ইসলাম ও উপ-প্রশাসিনক কর্মকর্তা সুব্রতদেবসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা।

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, বিশ্বম্ভরপুরে দিবসটি উদযাপন উপলে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা আব্দুল্লাহ হেল মারুফ ফারুকী, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান ছবাব মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রকৌশলী একরামুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেস কাব সভাপতি স্বপন কুমার বর্মন, ফায়ার স্টেশনের হায়দার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ ফয়জুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ীরা।

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, বাজার চৌধুরী জেসমিন চাকমা, প্রাথমিক শিা কর্মকর্তা হ্যাপি চাকমা, দীঘিনালা থানার প্রতিনিধি এসআই প্রেমানন্দ মÐল, সাংবাদিক মহাসিন মিয়া প্রমুখ। বক্তারা রমজান মাস উপলে দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করার আহŸান জানান।

সভায় উপজেলার বোয়ালখালী, দীঘিনালা, কবাখালি, মেরুং ও বাবুছড়া বাজারের ব্যবসায়ী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে দিবসটি উপলে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, সেনেটারী ইন্সপেক্টর আল আমিন রহমান, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক রবিউল আলম, টিসিবি ডিলার জুম্মা রহিম দুলু প্রমুখ।

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর দুর্গাপুরে দিবসটি উপলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ফরিদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা কলেজের অধ্য আব্দুর রব ও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ দৌলাসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাধারণ ভোক্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সরকারি দপ্তরের কর্মকর্তারা ছাড়াও সকল শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দে দিবসটি উপলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে গোয়ালন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হামিদুল হক বাবলু, গোয়ালন্দ প্রেস কাবের সভাপতি মুহা. আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমুখ। ইউএনও বলেন, ‘বাজারে কোন দ্রব্যের মূল্য বেশি চাইলে তা তাৎণিকভাবে ভোক্তা অধিদপ্তর বা প্রশাসনকে জানালে দ্রæত ব্যব¯'া নেয়া হবে। তা ছাড়া বাজারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।’

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যলি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কার সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার। বক্তব্য রাখেন ইন্দুরকানী থানা পরির্দশক তদন্ত বিকাশ চন্দ্র, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান শিকদার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হুমাউন কবির, উপজেলা রিপোর্টাস কাব সভাপতি গাজী আবুল কালাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার অশোক কুমার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে