সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৫ মার্চ ২০২৪, ০০:০০

প্রতিনিধি
দুর্ধর্ষ ডাকাতি ম স্টাফ রিপোর্টার, যশোর যশোরে অস্ত্রের মুখে জিম্মি করে এক বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া পূর্বপাড়ায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আলমগীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম হোসেন জানান, 'মালামাল উদ্ধার ও অভিযুক্তদের চিহিৃত করে আটকের জন্য ইতোমধ্যে আমাদের তদন্ত ও অভিযান শুরু হয়েছে।' কিডনি দিবস ম স্টাফ রিপোর্টার, মাদারীপুর মাদারীপুরে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে শহরের পানিছত্র এলাকা থেকে একটি সচেতনতামূলকর্ যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ক্যাম্পাস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার মাদারীপুর শাখার আয়োজনে নানা পেশার মানুষর্ যালিতে অংশগ্রহণ করে। এ সময় কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, রোগ শনাক্ত করে কিডনির বিকল্প প্রতিরোধ করতে চিকিৎসা প্রদান সম্পর্কে আলোচনা করেন ডা. শিবলী শাহরিয়ার মঞ্জু ও ক্যাম্পাসের শাখা ব্যবস্থাপক মিনারা শারমিন। বীজ বিতরণ ম ঝিনাইদহ প্রতিনিধি পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ২৫শ' ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলামসহ অন্যরা। মতবিনিময় সভা ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন বাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার মানিকছড়ি ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, আবদুল মতিন, আবুল কালাম আজাদ, মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সম্পাদক আবদুল কাদের, তিনটহরী বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলামসহ যোগ্যাছোলা, গাড়ীটানা, ডাইনছড়ি, বাটনাতলী ও গচ্ছাবিল বাজার পরিচালনা কমিটির নেতারা। প্রস্তুতিমূলক সভা ম চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় শিশুদিবস, গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, সমাজ কলা্যাণ কর্মকর্তা জাহিদ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়িক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিতরণ কর্মসূচি ম চৌগাছা (যশোর) প্রতিনিধি যশোরের চৌগাছায় ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের পাট বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুম্মিতা সাহা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাব্বির হুসাইন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সিংহঝুলি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মলিস্নক প্রমুখ। উদ্বুদ্ধকরণ সভা ম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি সরকার ঘোষিত সার্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়ন করতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, সহকারী ভূমি কর্মকর্তা তাওহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি প্রমুখ। বক্তারা জানান, সর্বস্তরের মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে এই পেনশন স্কিম গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এর কার্যক্রমও শুরু করেছে সরকার। বাজার মনিটরিং ম বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের বোয়ালমারীতে মাহে রমজানে পণ্যমূল্য নিয়ে অরাজকতা ঠেকাতে মনিটরিংয়ে নেমেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। বুধবার বিকালে ওসি তার ফোর্স নিয়ে কাঁচাবাজার, মনোহারি দোকান, দুধের বাজার, মাংসের বাজার, ফলের দোকানসহ বিভিন্ন দোকান মনিটরিং করেন। এ সময় তিনি বিভিন্ন পণ্যের ক্রয়মূল্যের রসিদ দেখেন। মাত্রাতিরিক্ত বেশি দামে কেউ পণ্য বিক্রি করছেন কি-না সে ব্যাপারে খোঁজ খবর নেন। এ ব্যাপারে ওসি শহিদুল ইসলাম জানান, 'মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছি। ক্রেতারা যাতে এ মাসে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন।' \হ মতবিনিময় সভা ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কেন্দুয়ায় যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা, ওসি এনামুল হক প্রমুখ। প্রস্তুতিমূলক সভা ম নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নকলায় আগামী জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল মুনসুর আহেমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, ওসি আব্দুল কাদের মিয়া প্রমুখ। অবহিতকরণ সভা ম পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রামে সর্বজনীন পেনশন স্কিমের সুফল ও সুবিধাসমূহ সর্বস্তরের জনসাধারণের মাঝে তুলে ধরতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার পৌরসভা চত্বরে পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইটের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূরুল ইসলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, ওসি ফেরদৌস ওয়াহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পৌর আওয়ামী লীগের সভাপতি কাদের এলাহি লাভলু, সম্পাদক আখতারুল ইসলাম সুমন, প্যানেল মেয়র রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা অনুষ্ঠিত ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশায় গণহত্যা দিবস এবং স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষ্যে প্রস্ুত্মতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ূন কবিরসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠান ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের বদলিজনিত বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার প্রেস ক্লাব রাজারহাটের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এ আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি এসএ বাবলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। প্রেস ক্লাব রাজারহাটের সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট ওসি মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ। কর্মশালা অনুষ্ঠিত ম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে এসআরএসপি প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় সুশীলন ও আরডিআরএসের বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, সুশীলনের প্রজেক্ট ব্যবস্থাপক আবু হাসান, আরডিআরএস বাংলাদেশ এএপি প্রকল্পের জেলা সমন্বয়কারী জুলফিকার আলী হানিফ প্রমুখ।মতবিনিময় সভা ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে হোম বেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রকল্পের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে নারী সংঘের সদস্যদের সেবাপ্রাপ্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের ওয়েলফেয়ার এফোর্টস'র (উই) প্রশিক্ষণ কক্ষে অক্সফ্যাম ইন বাংলাদেশ'র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুল হক, উই'র পরিচালক শরিফা খাতুন। কার্ড বিতরণ ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির মানিকছড়ির তামাক চাষিদের বিকল্প জীবিকায়ন সৃষ্টিতে হালদা পাড়ের ২০ জন চাষির মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সংলগ্নে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার ঘোরখানা, ছদুরখীল, তুলাবিল ও বড়বিল এলাকার ১৮ জন প্রান্তিক কৃষককে এই কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, কৃষি বিদ মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ উপস্থিত ছিলেন। উপকরণ বিতরণ ম রূপসা (খুলনা) প্রতিনিধি খুলনার রূপসা উপজেলায় কুয়েত প্রবাসী আ. জব্বার শেখের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়। বুধবার উপজেলার ৭টি মাধ?্যমিক বিদ?্যালয়ের মোট ৭৫০ জন শিক্ষার্থীকে এসব উপকরণ বিতরণ করা হয়। পিঠাভোগ ডি.জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কৃষ্ণপদ রায়ের সার্বিক সহযোগিতায় বিতরণকালে প্রধান অতিথি ছিলেন আলাইপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আল মামুন সরকার। এছাড়াও প্রবাসী আব্দুল জব্বার শেখের প্রতিনিধি হিসেবে ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভা ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আ'লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আব্দুস সামাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে ইউএনও সরকারি নির্দেশনা অনুযায়ী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পড়ে শোনান এবং উক্ত দিবসগুলোর কর্মসূচি সম্পর্কে উপস্থিত সবার কাছ থেকে পরামর্শ চান। এ নিয়ে অতিথিরা পরামর্শমূলক বক্তব্য দেন। সভা অনুষ্ঠিত ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষ্ণীপুরের রামগতিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোছলেহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় ২৫ মার্চ বুদ্ধিজীবী হত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষেও আলোচনা করা হয়। সমন্বয় সভা ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা এনজিও ফোরামের সভাপতি শামছুল হক, সমন্বয়কারী ইসমাইল হোসেন, টিএমএসএস শাখা ব্যবস্থাপক নওফেল আলী, আশা শাখা ব্যবস্থাপক রবিয়াল হোসেন, প্রশিক্ষা এরিয়া ম্যানেজার নুরুল হুদা সরকার, আরআরএফ শাখা ব্যবস্থাপক সেলিম রেজা, সাজেদা ফাউন্ডেশন শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম, শক্তি ফাউন্ডেশন শাখা ব্যবস্থাপক এরশাদুল ইসলাম।