গাংনীতে সড়ক সংস্কারে ধীরগতি

প্রকাশ | ১৫ মার্চ ২০২৪, ০০:০০

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সড়কের বেহাল দশা বিরাজ করছে। গাংনীর কাথুলী থেকে মেহেরপুর শহর পর্যন্ত ৮ কিলোমিটার আঞ্চলিক সড়কের বেশির ভাগ স্থানে ইট-খোয়া উঠে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। পয়োনিষ্কাশন ড্রেন নির্মাণেও রয়েছে অনিয়মের অভিযোগ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ১৮ গ্রামের মানুষসহ পণ্য পরিবহণ সংশ্লিষ্ট যানবাহন। সব কর্মকান্ডে পড়ছে ভাটা। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ৯ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও বাজার এলাকায় পয়োনিষ্কানের জন্য ড্রেন তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়। যার কার্যাদেশ পান ঢাকার আবেদ মনসুর কনস্ট্রাকশন। কাজ দেখভালের দায়িত্বে রয়েছেন কুষ্টিয়া এলাকার শহিদুল ইসলাম। কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের মে মাসে। স্থানীয়রা জানান, কায়েমকাটা মোড় থেকে দুই সড়ক দুই দিকে গেছে। একটি সড়ক শোলমারি, শোভরাজপুর, তেরঘরিয়া গ্রামের দিকে গেছে। অন্যটি কাথুলী ইউনিয়নের সহগলপুর, হাটপাড়া, গাড়াবাড়িয়া, কাথুলী বাজারে গিয়ে ঠেকেছে। এই সড়কটি দীর্ঘ ১২ বছর ধরে খানাখন্দে ভরে থাকে। সড়ক ও জনপদ বিভাগ বছরে একবার করে খানাখন্দগুলো ভরাট করে চলে যায়। কিন্তু নতুন করে কার্পেটিং করার অভাবে পুনরায় নতুনভাবে খানাখন্দ সৃষ্টি হয়। গত ফেব্রম্নয়ারি মাসের শুরুতে ওই সড়কের খানাখন্দ ভরাট করে সওজ। শুরু হয়েছে ড্রেন নির্মাণ কাজও। কাথুলী সড়কের কুলবাড়িয়া ও হাটপাড়া বাজার এলাকায় ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। এই ড্রেন নির্মাণ নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, যেখানে ড্রেন নির্মাণ করা জরুরি সেখানে না করে অন্য স্থানে ড্রেন করছে। কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, কাথুলী সড়কে যেখানে ড্রেন নির্মাণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, সেই জলাবদ্ধ স্থানে ড্রেন না করে একটি উঁচু স্থানে নির্মাণ করছে। সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে উন্নয়নকে মস্নান করে দিচ্ছেন এসব কর্মকর্তা। কয়েক দফা তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। এরপরও তারা সেখানেই ড্রেনটি নির্মাণ করছেন। আবেদ মুনসুর কনস্ট্রাকশনের প্রতিনিধি শহিদুল ইসলাম জানান, কোন কোন স্থানে ড্রেন হবে তা আগে থেকে সওজ কর্তৃপক্ষ নির্ধারণ করে রেখেছে। এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো গাফিলতি নেই। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী (এসডি) মনজুরুল করিম জানান, ড্রেন হওয়ার কথা বাজার এলাকায়। সওজ সব সময় তদারকি করে কাথুলী সড়কের তিন স্থানে ড্রেন নির্মাণের কাজ করছে। এর আগে সওজ কয়েক দফা এলাকায় ড্রেন নির্মাণের জন্য স্থান নির্বাচন করেছে। এখানে কোনো অনিয়ম হয়নি।