ট্রাকের ধাক্কায় তিন জেলায় চারজনের প্রাণহানি

প্রকাশ | ১৫ মার্চ ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ট্রাকের ধাক্কায় বগুড়ায় দুই চাচাতো ভাই, নাটোরের বড়াইগ্রামে হেলপার ও নওগাঁর মান্দায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জাহিদুল ইসলাম ও আবুল কাশেম। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দুপুরে উপজেলার মোকামতলা চকপাড়া এলাকার জাহিদুল ও কাশেম গরু বিক্রির জন্য সুখানপুকুর এলাকার হাটে যাচ্ছিলেন। সর্ম্পকে তারা চাচাত ভাই। চন্ডিহারা নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় জাহিদ আলী (২৭) নামে এক হেলপারের মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রাণ তেল পাম্প এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ আলী কুমিলস্না জেলার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জশিম উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় কবলিক ট্রাকের চালক জুয়েল আলী বলেন, 'চট্টগ্রাম থেকে খেজুর বোঝাই ট্রাক নিয়ে রাজশাহী যাচ্ছিলাম। আগ্রাণ এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনের চাকা বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে যায়। আমি নিয়ন্ত্রণ করতে না পারলে ওই ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জাহিদ আলী নিহত হয়।' বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একটি ট্রাক জব্দ করা হয়েছে ও আরেকটি ট্রাক পালিয়ে গেছে। মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় ট্রাকের ধাক্কায় রাসেল হোসেন (২০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে প্রসাদপুর-জোতবাজার আঞ্চলিক সড়কে (মীরপাড়া এলাকায়) এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল হোসেন উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা গ্রামের ব্যাবসায়ী মোতাহার হোসেনের ছেলে ও রাজশাহী সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে রাসেল হোসেন বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে প্রসাদপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়ার পথে তার মৃতু্য হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারসহ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।