রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

মাদারীপুরে তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ১৫ মার্চ ২০২৪, ০০:০০
মাদারীপুরে তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষে আহত ২০

মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকায় বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া এলাকার কতিপয় ব্যক্তি বুধবার নড়াইল জেলায় বনভোজনে যায়। নড়াইল থেকে মাদারীপুরে আসার পথে বাসের সিটে বসা নিয়ে কয়েকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। কলাগাছিয়া এলাকায় পৌঁছে বাস থেকে নেমে নিজ নিজ বাড়িতে যাওয়ার পথে কয়েকজনকে মারপিট করে। এই ঘটনার জের ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় লিটন হালদার, অমল হালদার, বিপস্নব হালদার, অধীর রায়, সুমন হালদার, মনোমথ রায়সহ অন্তত ২০ জন আহত হয়।

জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাশিদুজ্জামান জানান, 'সংঘর্ষে আহত হয়ে লোকজন হাসপাতালে আসলে আমরা তাদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করি।'

মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইট ছোড়াছুড়ির ফলে কমবেশি ২০ জনের মতো আহত হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে