গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশসহ ৯ দেশ

প্রকাশ | ১৪ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
রোজা সামনে রেখে বাংলাদেশসহ নয়টি দেশ গাজায় দুই হাজার টন খাদ্যসামগ্রী ও ওষুধ পাঠিয়েছে। সোমবার মিশরীয় সংবাদমাধ্যম আহরামের এক খবরে বলা হয়, সেখানকার আল-আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউজ একশ'টি ট্রাকে ওই ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছে। জাকাত অ্যান্ড চ্যারিটি হাউজের বিবৃতিতে বলা হয়, এটি এ ধরনের পঞ্চম এবং সবচেয়ে বড় ত্রাণের বহর। আরহাম অনলাইনের ওই খবরে বলা হয়, নর্থ সিনাই থেকে ট্রাকগুলো রাফা ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে। আল-আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউজের মুখপাত্র আবদুল আলিম কাশ্‌তা বলেন, 'এই ত্রাণ সহায়তা ফিলিস্তিনের জনগণকে রোজা রাখা এবং দখলদারিত্বের বিরুদ্ধে টিকে থাকতে সহযোগিতা করবে।'