সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ মার্চ ২০২৪, ০০:০০

প্রতিনিধি
পুষ্পস্তবক অর্পণ ম হাবিপ্রবি প্রতিনিধি দিনাজপুরের হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের অন্যতম সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নবগঠিত কমিটির সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফাহিমা খানম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. আফরোজা খাতুন, অধ্যাপক ড. গোলাম রাব্বানী ও অধ্যাপক ড. উম্মে সালমা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মফিজউল ইসলাম ও অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম। গাঁজা উদ্ধার ম আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে আখাউড়া রেলওয়ে কুমার বাইপাস এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা বহনকারী একটি সিএনজি জব্ধ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। থানা পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া থানার সাব ইন্সপেক্টর নির্মলেন্দু চাকমা সঙ্গীয় পুলিশের একটি চৌকষ টিম বুধবার সকাল ৭টার দিকে আখাউড়া বাইপাস এলাকায় চেকপোস্ট করাকালে একটি সিএনজিকে থামার সঙ্কেত দেয়। চালক সিএনজি না থামিয়ে সিএনজি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ সিএনজির ভিতরে তলস্নাশি করে ২টি পস্নাস্টিকের বস্তায় ৩৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। আবৃত্তি প্রতিযোগিতা ম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 'বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে' প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগিতা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্য- মোশাররফ হোসেন, নাঈমা আক্তার, এটিএম রুহুল আমিন বেগ, সালাউদ্দিন সরকার, মোখলেছুর রহমান ও বাদশা ভূঁইয়া। ফাইনাল খেলা ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ছমদ আলী মাতব্বর বাড়ি ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ফাইনাল খেলায় গন্ডামারা রহমানিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি মাওলানা বশির আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ। প্রস্তুতিমূলক সভা ম জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার জীবননগরে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার জীবননগর উপজেলা পরিষদের সভা কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। সভা অনুষ্ঠিত ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে নীলফামারীর ডোমারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, সাবেক সভাপতি খায়রুল আলম বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। প্রস্তুতিমূলক সভা ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, নবনির্বাচিত পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, স্বাস্থ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী। আর্থিক সহায়তা ম বাগেরহাট সদর প্রতিনিধি বাগেরহাটে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানে উপকার ভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব। এ সময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য সম্পাদক অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জি, জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, জেলা মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক জোৎস্না দেবনাথ উপস্থিত ছিলেন। বিনামূল্যে ইফতার ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহ গৌরীপুরে পৌরশহরের শহীদ হারুন পার্কে পবিত্র রমজানের প্রথম দিন থেকেই প্রতিদিন বিনামূল্যে অসহায় মানুষকে ইফতার করানো শুরু করেছেন 'এসো গৌরীপুর গড়ি' স্বেচ্ছাসেবী সংগঠন। 'সবাই মিলে ইফতার' নামে পথচারী, গরিব ও খেটে খাওয়া মানুষের জন্য এবারও রমজান মাসব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে। বলেছেন 'সবাই মিলে ইফতার' এর অন্যতম আয়োজক সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মরহুম ডা. ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকিরের সাবেক ব্যক্তিগত সহকারী, সংগঠনের সমন্বয়কারী ও গৌরীপুর প্রেস ক্লবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি। প্রশিক্ষণ কর্মশালা ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের কাহারোলে প্রাণী পুষ্টির উন্নয়নে ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প এর অধীনে উপজেলার খামারি উপকারভোগীদের মধ্যে সাইলেজ তৈরি পদ্ধতি হাতেনাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাটির নিচে ও ড্রামে কীভাবে সাইলেজ প্রস্তুত করা হয়, খামারিদের মধ্যে হাতেনাতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন। চারজন খামারি উপকারভোগীদের মধ্যে ৫০ কেজি কাঁচা ঘাস, ৫০ কেজি করে দুটি ড্রাম ও মাটির নিচে ৪০০ কেজি করে ঘাসের সাইলেজের সরঞ্জাম প্রদান করা হয়। প্রস্তুতিমূলক সভা ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি মেহেরপুর গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভায় সভাপতিত্ব করেন- গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। এ সময় সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসান শামীম, বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলী। টাকা ছিনতাই ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর পলাশে এক ব্যবসায়ীকে মারধর করে ব্যাগভর্তি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ওই ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছিনতাইকৃত ওই ব্যাগে প্রায় ২৫ লাখ টাকা ছিল বলে দাবি ব্যবসায়ীর। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে আহত ওই ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে ১৭ জনের নাম উলেস্নখ করে ও অজ্ঞাত ৪-৫ জনকে অভিযুক্ত করে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত ওই ব্যবসায়ীর নাম মফিজ উদ্দিন। তিনি উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রাম এলাকায় প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনের একটি সুপার শপের মালিক। আইনশৃঙ্খলা সভা ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, যানজট নিরসন, মাদকদ্রব্য ব্যবহার নির্মুল, ইত্যাদি বিষয় নিয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও ইরতিজা হাসানের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে বক্তব্য রাখেন- পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বাবুসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী বিতরণ ম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি রমজানের প্রথম দিনে এলাকার ছয় শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন উপলক্ষে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। গত মঙ্গলবার এসব ইফতার সামগ্রী প্রদান করেন। তিনি এই অনুষ্ঠানে সমবেত নারী পুরুষের উদ্দেশে বলেন, প্রতিবছরের মতো এসব ইফতার সামগ্রী দিচ্ছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সৌজন্যে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন তৌহিদ ও সমাজসেবক মোহাম্মদ রফিক। সাংস্কৃতিক প্রতিযোগিতা ম স্টাফ রিপোর্টার, মাদারীপুর মাদারীপুর সদর উপজেলার কিশোর-কিশোরীদের মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ধুরাইল ইউনিয়নের জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) এর আয়োজনে এবং পলস্নী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় দুই শতাধিক কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন শিরখাড়া-বলস্নভদি কুচিয়ামোরা আদিলউদ্দিন হাওলাদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ হোসেন ও জালালপুর আইডিয়াল হাই স্কুলের শিক্ষক রুবেল মাতুব্বর। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসডিএস-এর উপজেলা প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান। কার্যক্রম পরিদর্শন ম বরিশাল অফিস বরিশাল বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। উপাচার্য হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদানের পরপরই তিনি ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনের প্রতি জোর দেন এবং এ লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ১ এর সম্মুখে এরকম একটি প্রকল্প পরিদর্শন করেন উপাচার্য। পরিদর্শন শেষে উপাচার্য এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য যা যা করার আমি তা করব। আমার লক্ষ্য হচ্ছে, বরিশাল বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেয়া। এ সময় উপাচার্যর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টরসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা ম রামপাল (বাগেরহাট) প্রতিনিধি রামপালের ঐতিহ্যবাহী মাদারদিয়া আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী ২৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সমাপনী দিনে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি সেলিম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চীন প্রবাসী সমাজ সেবক মো. আল মামুন, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ. খালেক হাওলাদার, মো. আব্দুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহীত করার জন্য তাদের পুরষ্কৃত করেন এবং শিক্ষার্থী ও অভিভাবকগণের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আল মামুন। আলোচনা সভা ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার তিতাসে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদকাসক্ত নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিলস্না-১ আসনের সংসদ সদস্য ইঞ্জি. আবদুস সবুর। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, থানার ওসি কাঞ্চন কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, সিনিয়র সহ-সভাপতি মুন্সি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সাহিনুল ইসলাম সোহেল প্রমুখ। মতবিনিময় সভা ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার মনোহরগঞ্জে মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার খিলা ইউনিয়ন পরিষদে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও থানার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। খিলা ইউপি চেয়ারম্যান আল-আমীন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা। বিশেষ অতিথি ছিলেন থানার পুলিশ পরিদর্শক মো. হানিফ সরকার। এ সময় উপস্থিত ছিলেন বিট অফিসার এসআই জালাল উদ্দিন, এসআই জহিরুল ইসলাম, এএসআই জসিম উদ্দিনসহ ইউনিয়ন পরিষদ সদস্য, ব্যবসায়ী ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। \হ শ্রেষ্ঠ ওসি ম গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি দীর্ঘ ২২ মাস পর চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন কার্যক্রমের ওপর ভিত্তি করে বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন। গত সোমবার রাজশাহী বিভাগের ডিআইজি কার্যালয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার স্বরূপ তাকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আনিসুর রহমান (বিপিএম, পিপিএমবার)। এছাড়াও বিভিন্ন জেলার পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। ওসি মো. উজ্জ্বল হোসেন জানান, রাজশাহী রেঞ্জের নাটোর জেলার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম পিপিএম মহোদয়ের ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় কাজ করি। এছাড়া আমি সবসময় মাদকের বিরুদ্ধে। রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হওয়ার পুরস্কার আরও ভালো কাজের প্রেরণা জোগাবে।