মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

জৈন্তাপুরে নাগরিক সেবা দিতে প্রশাসনের গণশুনানি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
  ১৪ মার্চ ২০২৪, ০০:০০
জৈন্তাপুরে নাগরিক সেবা দিতে প্রশাসনের গণশুনানি

জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সেবার মান ও গতি বৃদ্ধির লক্ষ্য সিলেটের জৈন্তাপুরে প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম।

গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেবা প্রত্যাশী নাগরিক বিভিন্ন বিষয়ে আবেদন জানান।

ইউএনও মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, প্রতি বুধবার অগ্রাধিকার ভিত্তিতে উপজেলায় এই গণশুনানির কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষ তার বিভিন্ন সমস্যা অতি অল্প সময়ের মধ্যে সমাধানের লক্ষ্যে সরকারি সব সেবা সম্পর্কে ধারণা পেতে এই গণশুনানি উলেস্নখযোগ্য ভূমিকা পালন করবে।'

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুলস্নাহ আল-মাসুদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌতম চন্দ্র সূত্রধর, সাবেক ইউপি সদস্য আব্দুস শুক্কুর, উপজেলা তথ্য কেন্দ্রের কর্মকর্তা তিশা আক্তারসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে