রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জে আবাসিক ভবনের আন্ডারগ্রাউন্ডে অগ্নিকান্ড

প্রকাশ | ১৪ মার্চ ২০২৪, ০০:০০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের ব্যাংক পাড়ার এক ভবনের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফ্লোরে থাকা জেনারেটার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার সকালে টানবাজার ব্যাংকপাড়া এলাকার হাজী সাত্তার টাওয়ারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ভবনের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে পাকিং, জেনারেটর এবং একটি সুতার গোডাউনও ভাড়া দেওয়া হয়েছিল। এখানে ঢাকা ব্যাংক, আইডিএফসি, ইসলামি ব্যাংকসহ পাঁচটি ব্যাংকের শাখা রয়েছে। সবগুলো ব্যাংকের জেনারেটর আন্ডারগ্রাউন্ড ফ্লোরে ছিল এবং সেই ব্যাংক জেনারেটর থেকেই আগুনের সূত্রপাত হয় বলে একাধিক ব্যাংক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ বলেন, 'ঘটনার খবরে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।' রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার উপজেলার গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কসংলগ্ন ফার্নিচার মার্কেটের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় ১০ থেকে ১২টি দোকান পুড়ে গেছে। এতে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে ফার্নিচার মার্কেটে লেপ-তোশকের দোকানে আগুন লাগে। পরে আগুন পুরো ফার্নিচার মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদু্যতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ফার্নিচার পলস্নীর কয়েকজন মালিক, শ্রমিক আহত হন। সঠিক তদন্তের পর ক্ষতির পরিমাণ জানা যাবে।