টঙ্গিবাড়ীতে পূর্বশত্রম্নতার জেরে বিল্ডিংয়ে ভাঙচুর একজন আহত

প্রকাশ | ১৪ মার্চ ২০২৪, ০০:০০

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পূর্বশত্রম্নতার জেরে নির্মাণাধীন বিল্ডিংয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহত ফারুক ফকিরকে (৪০) টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় কবির হোসেন ফকির বাদী হয়ে রোববার শাহিন ফকির, কাইয়ুম ফকির, তুহিন ফকির, সেলিম ফকির, সাদ্দাম হোসেন, মোখলেস, টিটু ও চুন্নুকে আসামি করে টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ করেন। কবির ফকির জানান, 'আমার ছোট ছেলেকে ডাক্তার দেখানোর জন্য পরিবারের সবাইকে নিয়ে নারায়ণগঞ্জ চলে যাই। এই সুযোগে প্রতিপক্ষরা জোরপূর্বক দখল করার উদ্দেশে নতুন নির্মাণাধীন বিল্ডিংয়ে ভাঙচুর করে। এছাড়াও বিল্ডিংয়ে থাকা ৫০ বস্তা সিমেন্ট, দুইশ' কেজি রড ও ছয় কয়েল ইলেকট্রিক তার নিয়ে যায়। এ সময় চাচাত ভাই ফারুক ফকির বাধা দিলে তাকে পিটিয়ে আহত করা হয়। টঙ্গিবাড়ী থানার ওসি সোয়েব আলী মোলস্না জানান, এ ঘটনায় উভয়েই থানায় অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।