ভূঞাপুরে আত্মসাতের টাকা ফেরত পাচ্ছেন সোনালী ব্যাংকের গ্রাহকরা

প্রকাশ | ১৪ মার্চ ২০২৪, ০০:০০

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখার গ্রাহকের সঞ্চয়পত্রের আত্মসাতের প্রায় ৫ কোটি টাকা অবশেষে ফেরত পাচ্ছেন গ্রাহকরা। বুধবার গোবিন্দাসী শাখা সোনালী ব্যাংকের কার্যালয় থেকে এই টাকাগুলো ফেরত দেওয়া হয়। ৮৪ গ্রাহকের মধ্যে ৫৭ জন গ্রাহকে এ পর্যন্ত ২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখার ম্যানেজার ফিরোজ আহম্মেদ বলেন, গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে আত্মসাতের টাকা ফেরত দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ৮৪ জন গ্রাহককে ৩ কোটি ৮০ লাখ ৮৪ হাজার টাকা প্রদান করা হবে। তার মধ্যে ৫৭ জন গ্রাহকে ২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। গ্রাহক মর্জিনা বেগম বলেন, 'সোনালী ব্যাংকে ২১ লাখ টাকা রেখেছিলাম। টাকাগুলো কৌশলে সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার শহিদুল ইসলাম আত্মসাৎ করেছিলেন। পরে অনেক আন্দোলনের পর টাকাগুলো ফেরত পেয়েছি।' আরেক গ্রাহক ববিতা রানী বলেন, 'ভাবছিলাম টাকা ফেরত পাব না। কিন্তু অবশেষে আমার জমাকৃত ২৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত পেয়েছি। আত্মসাতের টাকা ফেরত পেয়ে ভালো লাগছে।' গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার বলেন, গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংকের ঊর্ধ্বধন কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। উলেস্নখ্য, সোনালী ব্যাংকের গোবিন্দাসী শাখার সাবেক ম্যানেজার শহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও হতাশা দেখা দেয়। পরে গ্রাহকরা একাধিকার ব্যাংক ঘেরাও, মানববন্ধন ও রাস্তা অবরোধ কর্মসূচিসহ ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তদন্তপূর্বক প্রায় ৯ মাস গ্রাহকদের মধ্যে টাকা ফেরত দেওয়া হচ্ছে।