মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

বরগুনায় সাংবাদিক হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি

বরগুনা প্রতিনিধি
  ১৪ মার্চ ২০২৪, ০০:০০
বরগুনায় সাংবাদিক হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি

বরগুনার সাংবাদিক তালুকদার মাসউদ হত্যার ঘটনায় মামলার এক সপ্তাহেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় অবস্থান কর্মসূচি পালন করছে নিহতের পরিবার। মঙ্গলবার সকাল ৯টা থেকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সামনে সন্তানদের নিয়ে নিহতের স্ত্রী অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় আসামিদের দ্রম্নত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মাররলিপি প্রদান করা হয়।

তালুকদার মাসউদের স্ত্রী সাজেদা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমাদের বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তি থাকার পরেও আমার স্বামীর হত্যাকারীদের এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা যেসব গণমাধ্যমে এখনো কর্মরত সেই গণমাধ্যমগুলোও অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছে। কারণ তারা আমাদের এই ঘটনা নিয়ে কোনো খবর প্রকাশ তো করেইনি, উল্টো এখনো তাদেরকে বহাল রেখে আমাদের ন্যায়বিচার পেতে অসহযোগিতা করছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে