রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

মসজিদে ইফতারি নিয়ে সংঘর্ষে আহত ২০

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১৪ মার্চ ২০২৪, ০০:০০
মসজিদে ইফতারি নিয়ে সংঘর্ষে আহত ২০

ইফতার না পাওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত পাবেল মিয়াকে (২৩) সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চারজনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার ইফতারের পরপর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, মন্দিয়াতা গ্রামের ময়না মিয়া মসজিদে ইফতারি দেন। ইফতারি বিতরণ করার সময় সবাই পেলেও গ্রামের সাজিনুর মেম্বারের চাচাতো ভাই রইছ মিয়া পাননি। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রইছ মিয়া তার লোকজন নিয়ে ময়না মিয়া ও তার বসতবাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। এতে দুপক্ষের অন্তত ২০ জন আহত হন। তাহিরপুর থানা ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে