বকশীগঞ্জে একাধিক সেচ সংযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ১৪ মার্চ ২০২৪, ০০:০০

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে পলস্নী বিদু্যৎ সমিতির নীতিমালা না মেনে একই লাইনে একাধিক সেচ সংযোগ চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাট্টাজোড় ইউনিয়নের পূর্ব দত্তেরচর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন শেখ শাদী নামে এক কৃষক। সংবাদ সম্মেলনে কৃষক শেখ শাদী জানান, 'একই গ্রামের নুরুল হকের ছেলে মুর্শেদ জামান চাঁন মিয়া বকশীগঞ্জ পলস্নী বিদু্যৎ সমিতির আওতায় একটি সেচ সংযোগ নেন। নীতিমালা অনুযায়ী ১৩০ ফিটের মধ্যে সেচ সংযোগ স্থাপনের নিয়ম থাকলেও অভিযুক্ত চাঁন মিয়া ১১শ' ফিট ও ৮শ' ফিট দূরত্বে সংযোগগুলো স্থাপন করেন। তিনি সেই সেচ থেকে দুই বছর ধরে অন্যের জমিতে দুটি লাইন অবৈধভাবে স্থাপন করে সেচ সংযোগ নিয়ে ভাড়ায় অন্যের জমিতে পানি সরবরাহ করে আসছে। এতে সরকার ও পলস্নী বিদু্যৎ সমিতি বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ফলে প্রকৃত সেচ মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অবৈধ সেচ লাইন দুটি বিচ্ছিন্ন করতে জামালপুর পলস্নী বিদু্যৎ সমিতির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।