নীলফামারীতে মিনসট্রয়াল হাইজিন ম্যানেজমেন্ট পর্যালোচনা সভা

প্রকাশ | ১৪ মার্চ ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে মিনসট্রয়াল হাইজিন ম্যানেজমেন্ট (এমএইচএম) প্রজেক্টের মূল্যায়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সৈয়দপুর শহরের একটি রিসোর্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। গুড নেইবারস বাংলাদেশ'র কান্ট্রি ডিরেক্টর মাঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংস্থার নীলফামারী সিডিপি ব্যবস্থাপক বিভব দেওয়ান। বক্তব্য দেন সদর উপজেলার সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজুর রহমান, সিডিসি সভাপতি টিকেন্দ্র জিৎ রায় মিরু, শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অশ্বিনী কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমরান কবীর, গুড নেইবারস বাংলাদেশ প্রধান কার্যালয়ের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ইউনিট প্রধান প্রসেনজিৎ মোলস্না ও এডুকেশন অ্যান্ড হেলথ ইউনিট প্রধান রাজিয়া সুলতানা। সভায় জানানো হয়, সদর উপজেলার পাঁচটি বিদ্যালয়ের সাড়ে পাঁচশ' কিশোরীকে নিয়ে এমএইচএম প্রজেক্টটি বাস্তবায়ন করা হয়। এডলোসেন্ট কর্নার স্থাপন, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, সচেতনতা সৃষ্টিসহ একটি কিশোরীর বয়সন্ধিকালীন নানা বিষয় অন্তর্ভুক্ত ছিল প্রকল্পে। প্রকল্পের কর্মকান্ড উপস্থাপন করেন আয়োজক সংস্থার নীলফামারী সিডিপির প্রোগ্রাম অফিসার মতিউর রহমান আকাশ।