মাদকদ্রব্যসহ দুই জেলায় গ্রেপ্তার ৫

মাদারীপুরে ৬ ভুয়া ডিবি পুলিশ আটক

প্রকাশ | ১৪ মার্চ ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
মাদারীপুরে ভুয়া ডিবি পরিচয় দেওয়া ৬ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও নারায়ণগঞ্জে ও রাঙামাটির কাপ্তাইয়ে মাদকদ্রব্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানানম, মাদারীপরে ভুয়া ডিবি পরিচয়ে মাক্রোবাসসহ ৬ জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান মাদারীপুর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) কামরুল হাসান। তিনি জানান, মঙ্গলবার কাজল ভূঁইয়া নামক ব্যক্তিকে টেকেরহাট ঘোষালকান্দি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর থেকে একটি মাইক্রোবাসে করে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়। পরে তারা কাজল ভূঁইয়াকে মারপিট করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে রাজৈর থানার নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর হতে অপহরণকারী মাইক্রোবাস থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। আটকরা হলো- পিরোজপুরের কাউখালীর পাড় সাতুরিয়া ইউনিয়নের সোহেল হাওলাদার (৩২), তালেব খান (২৯), জসিম উদ্দিন ওরফে সবুজ গাজী (৪০), চিরাপাড়া গ্রামের মিরাজ শরিফ (৩৫), বিড়ালজুরি গ্রামের খাইরুল ইসরাম হাওলাদার (৩৮) এবং জুনায়দুল আমিন (৪৫)। এ বিষয়ে রাজৈর থানায় একটি মামলা রুজু হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের্ যাবের অভিযানে ভাঙ্গারির বস্তা থেকে ২৪ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা পরিবহণে ব্যবহার করা একটি পিকআপ জব্দ করা হয়। মঙ্গলবার বন্দরের মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলো- ফতুলস্নার মাসদাইর গুদারাঘাট এলাকার নাছির (৩৮), কুমিলস্নার মুরাদনগর দক্ষিণ পাড়া কেয়টগ্রাম এলাকার সুমন মিয়া (৩৮), মুরাদনগরের সোনাপুর এলাকার শাকিল মিয়া (২৪), রায়তলা এলাকার ছরু মিয়ার ছেলে সালাউদ্দীন (২০)। র্ যাব জানায়, বন্দরের মদনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পিকআপের পিছনে ভাঙ্গারি মালামাল ভর্তি বস্তা নিচ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্ যাব আরও জানায়, গ্রেপ্তার আসামীরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য অন্যান্য এলাকায় সরবরাহ করে। জিজ্ঞাসাবাদে তারা মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আটকদের বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাইয়ে দেশীয় চোলাই মদসহ এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বাঙ্গালহালিয়ার কাঁকড়াছড়ির বটতলা পাঁকা সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মংছো মারমা (৩৮) চন্দ্রঘোনা থানার কুদুমছড়া পাড়া এলাকার মংসাংখই মারমার ছেলে। চন্দ্রঘোনা থানার ওসি আনছরুল করিম জানায়, 'আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে