মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

বকশীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  ১৩ মার্চ ২০২৪, ০০:০০
বকশীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সংগ্রহের সময় দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মতিন রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদুজ্জামান তৌহিদ নামে একজনকে মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আটক তৌহিদ নামাপাড়া এলাকার আবিরুজ্জামান আক্কাছের ছেলে। হামলার শিকার সাংবাদিক মতিন রহমান জানান, 'সংবাদ সংগ্রহ শেষে নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান সুজনের বক্তব্য নিতে গেলে তার সমর্থক ও আত্মীয়স্বজনরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। পরে আমার সহকর্মীদের সহযোগিতায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়।'

এ ঘটনায় রাতেই বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক মতিন রহমান। অভিযোগ দায়েরের পর অভিযান চালিয়ে বকশীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে মামলার প্রধান আসামি তৌহিদুজ্জামান তৌহিদকে (৪৩) আটক করেছে।

বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা জানান, প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলা ও তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে