মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

পার্বতীপুরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত করার নির্দেশ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ১৩ মার্চ ২০২৪, ০০:০০
পার্বতীপুরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত করার নির্দেশ

দিনাজপুরের পার্বতীপুরে রমজান মাস উপলক্ষে সব ফল ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা শহরের নতুন বাজার এলাকার শহীদ মিনার সংলগ্ন ব্যবসায়ীদের এ নির্দেশ দেওয়া হয়।

নির্দেশ অমান্যকারীদের কোনো অজুহাতেই আর রেহাই না দিয়ে মোটা অঙ্কের জরিমানা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

পার্বতীপুর উপজেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসের অজুহাতে বাজারে দ্রব্যমূল্য আকাশছোঁয়া ঊর্ধ্বগতি এবং ব্যবসায়ীরা যে যার ইচ্ছেমতো দাম হাকাচ্ছেন। এতে অসহায় হতদরিদ্র মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে যাচ্ছে। এ অবস্থার অবসানের জন্য বাজারে আকস্মিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এদিকে মুদি, মাছ-মাংস, খেজুর, মুড়ি, ওষুধ ফার্মেসি দোকানগুলোকেও মূল্য তালিকা টাঙানোর বিষয়ে সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার। এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায়সহ সঙ্গীয় পুলিশ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে