চাঁদপুরে বাকপ্রতিবন্ধী শিশু হত্যায় যুবকের ১০ বছরের কারাদন্ড

প্রকাশ | ১৩ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে সাদিয়া নামে বাকপ্রতিবন্ধী ১০ বছর বয়সি শিশুকে হত্যায় অভিযুক্ত সাহরাওয়ার্দী সালাউদ্দিন নামক যুবককে ১০ বছরের জন্য কারাদন্ডাদেশ দিয়েছেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক। মঙ্গলবার দুপুরে বিচারক আবদুল হান্নান এই রায় প্রদান করেন। ২০১২ সালের ২ ডিসেম্বর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে পাগলা সাবহান শাহ্‌'র মাজারে হত্যার শিকার হয় শিশু সাদিয়া। সাদিয়া নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজলার ভালাবা ইউনিয়নের করাইডা গ্রামের ডিপটি মিয়ার মেয়ে। আটকাদেশপ্রাপ্ত ওই যুবক মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামের সহিদ ফকিরের ছেলে। এ মামলার রায়ে বিচারক লিখেন-অভিযুক্তের বয়স বর্তমান ১৮ বছরের ঊর্ধ্বে হওয়ায় বর্ণিত আইনের ৩৪ (৫) ধারার বিধান মতে তাকে সাজা ভোগের নিমিত্তে সাজা পরোয়ানাসহ জেল সুপার, জেলা কারাগার, চাঁদপুর বরাবর প্রেরণ করা হোক। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালে ডিপটি মিয়া মেয়েকে নিয়ে মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামের পাগলা সাবহান শাহ্‌'র মাজার আসেন। ডিপটি মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ হলেও বদরপুর গ্রাম পাগলা সাবহান শাহ্‌ মাজারে ৫ থেকে ৬ মাস থাকেন। ২০১২ সালের ২ ডিসেম্বর দুপুর ১২টার দিকে তার মেয়ে পিঠা খেতে গিয়ে নিখোঁজ হন। এর এক মাস পর ২০১৩ সালের ৬ জানুয়ারি বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পরিত্যক্ত টয়লেটে অর্ধগলিত ওই শিশুর মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে এসে সাদিয়ার পিতা মেয়ের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মতলব উত্তর থানায় মামলা করেন ডিপটি মিয়া। এরপর মতলব উত্তর থানা পুলিশ ২০১৩ সালের ২৮ জানুয়ারি আসামি সাহরাওয়ার্দী সালাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।