ধামরাইয়ে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের নামে মামলা

প্রকাশ | ১৩ মার্চ ২০২৪, ০০:০০

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে চুরি ও নারী উত্ত্যক্তের অপবাদ দিয়ে হাসেম আলী (৩২) নামে এক যুবককে রশি দিয়ে বেঁধে তার হাত-পা ভেঙে দেওয়া হয়। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সোমবার রাতে নির্যাতনকারী ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে নির্যাতনকারী কুলস্না ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লুৎফর রহমান, তার দুই ছেলে মমিন হোসেন ও রিপন হোসেন, ইউপি সদস্য বোরহান উদ্দিন এবং চেয়ারম্যানের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত খাতরা গ্রামের আব্দুল হক। এ মামলার বাদী হয়েছেন নির্যাতিত যুবকের বড় ভাই জাহের আলী। তিনি অভিযোগ করে বলেন, 'প্রথমে মামলা নিতে চায়নি পুলিশ। পরে নির্যাতনের ভিডিও ফুটেজ ফেসবুকে ভাইরাল হলে অভিযোগটি রেকর্ড করা হয়। তিনি আসামিদের দ্রম্নত গ্রেপ্তারের দাবি জানান।' মামলার তদন্ত কর্মকর্তা অসীম বিশ্বাস বলেন, 'প্রধান অভিযুক্ত বর্তমান ইউপি চেয়ারম্যান হওয়ায় ওসি স্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পর মামলা রেকর্ড করেছেন। আসামিদের গ্রেপ্তার করতে রাতে অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু পলাতক থাকায় তাদের পাওয়া যায়নি।