রূপগঞ্জে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

প্রকাশ | ১৩ মার্চ ২০২৪, ০০:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলতি রোজায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে এ মনিটরিং করা হয়। উপজেলার ভুলতা গাউছিয়া ও মুড়াপাড়া এলাকার বিভিন্ন বাজারে মনিটরিং সময়ে বেশি দামে পণ্য বিক্রি করায় দোকানে জরিমানা করা হয় এবং প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানোসহ অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার, ওসি দীপক চন্দ্র সাহা, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা।